‘আবার নতুন নাটক’! ডাক্তারদের আক্রমণ শানালেন কুণাল! পাল্টা দিলেন দেবাশিসরা

বাংলা হান্ট ডেস্কঃ একটানা ৯ দিন! আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। সোমবার আবার রাজভবন অভিযান করছেন তাঁরা। এবার জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

  • জুনিয়র চিকিৎসকদের নিশানা তৃণমূলের কুণালের (Kunal Ghosh)!

সম্প্রতি আরজি কর মামলায় (RG Kar Case) প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। জানা যাচ্ছে, ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় একজনের নাম উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে ডাক্তারদের অনুমান, তদন্ত সঠিক পথে এগোচ্ছে না। সেই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে আজ রাজভবন অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।

জুনিয়র চিকিৎসকরা (Junior Doctors) কেন সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছেন না, এবার এই প্রশ্ন তুলে সমাজমাধ্যমে একটি পোস্ট করলেন কুণাল। তৃণমূল নেতা লেখেন, ‘আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের। এতদিন ছিল উই ওয়ান্ট সিবিআই। এখন বলছে, সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে। ওরা নাকি রাজভবন যাবে। ইয়ার্কি হচ্ছে? যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লবে, এবার আগে তাঁদের গ্রেফতার করে জেরা করুক সিবিআই’।

আরও পড়ুনঃ ‘জাস্টিস ফর আরজি কর’ টিশার্ট পরার জের! বাবুল সুপ্রিয়র শোয়ে সাউন্ড আর্টিস্টের সঙ্গে যা হল … তোলপাড়

এখানেই না থেমে কুণাল (Kunal Ghosh) আরও লেখেন, ‘কাদের কথায় অবস্থান বদল? নিজেদের ইচ্ছা মতো তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী? সিবিআইয়ের পরবর্তী চার্জশিট পর্যন্ত অপেক্ষা করছে না। এরা ন্যায়বিচার চায় না। নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়’।

Kunal Ghosh

এই বিষয়ে মুখ খুলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম ‘মুখ’ দেবাশিস হালদার। তিনি বলেন, ‘চার্জশিটে অভিযুক্ত হিসেবে একজনকেই দেখানো হয়েছে। তবে ওই একই মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম নেই। সেই কারণে আমাদের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন রয়েছে’।

এদিকে আজ দুপুর আড়াইটে নাগাদ ধর্মতলা থেকে রাজভবন অভিযান শুরু করেন জুনিয়র ডাক্তাররা। মিছিলের শুরুতেই রয়েছেন দেবাশিস, কিঞ্জল, আশফাকুল্লাহরা। ইতিমধ্যেই নর্থ গেট দিয়ে রাজভবনে প্রবেশ করেছেন জুনিয়র চিকিৎসকদের ১২ জন প্রতিনিধি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর