বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে ভূপতিনগর (Bhupatinagar) কাণ্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আক্রমণ পাল্টা আক্রমণের ধারা অব্যাহত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, এনআইএ (NIA) হামলা করেছে। সেই অভিযোগ অস্বীকার করে সম্প্রতি বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের দাবি, সকল অভিযোগ মিথ্যে। তাঁদের ওপরই আসলে হামলা করা হয়েছে। এসবের মাঝেই এবার ভূপতিনগরের মহিলাদের ‘আগুন্তুক আটকানো’র উপায় বলে দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
ভূপতিনগরে ধৃত দুই তৃণমূল (TMC) নেতা, মনোব্রত জানা এবং বলাইচরণ মাইতির পরিবারের সঙ্গে সম্প্রতি দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেই দলে ছিলেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য সহ দলের বেশ কয়েকজন। তৃণমূল নেতাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েই গ্রামবাসীদের উদ্দেশে বিশেষ বার্তা দেন কুণাল।
তৃণমূল (Trinamool Congress) নেতা বলেন, ‘গ্রামে যদি কোনও আগন্তুক আসে মহিলারা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে তাঁদের ঘিরে রাখবেন। পুলিশ যতক্ষণ আসছে না, ততক্ষণ আপনারা একজোট হয়ে ওনাদের আটকে রাখবেন। কোনও কারণে যদি দৌড়োদৌড়ি হয়নি তাহলে ওনারা ঢিল মেরেছে বলে নাটক শুরু করবে। মা-বোনেদের আমি স্পষ্ট বলছি, আপনারা উলু-শঙ্খধ্বনি দেবেন। সকলকে একজোট করবেন। পুলিশ না আসা অবধি আগন্তুক দেখলে আপনারা ঘিরে রাখবেন’।
আরও পড়ুনঃ আসতে চান TMC-তে! তার সঙ্গে দেখা করতে কী কী করেছিলেন BJP-র হিরণ? ফাঁস করলেন অভিষেক
এরপরেই এনআইএ-র উদ্দেশে কুণাল বলেন, ‘বিজেপির দেওয়া তালিকা এনে আপনারা আমাদের লোকেদের তুলে নিয়ে যাবেন, বাড়ির মহিলাদের অসম্মান করবেন, আমরা কি আপনাদের রসগোল্লা খাওয়াব?’ এখানেই না থেমে তৃণমূল নেতা বলেন, ‘যাকে গ্রেফতার করা হয়েছে, তাঁর স্ত্রী ও বাড়ির আত্মীয়াদের সঙ্গে ধাক্কাধাক্কি করা হয়েছে। এই বিষয়ে মহিলাদের তরফ থেকে যা অভিযোগ করা হয়েছে, তাতেও সেগুলো আছে’।
এরপর এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতার পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে কুণাল বলেন, তাঁদের যা আইনি সাহায্যের দরকার হবে তার সবটা দল বহন করবে। তৃণমূল শিবির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা পাঠিয়েছেন। অন্যায়ভাবে যাঁদের তুলে নিয়ে যাওয়া হয়েছে দল তাঁদের পাশে থাকবে বলে জানান কুণাল।
এদিন ধৃত দুই তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি নাড়ুবালিয়া গ্রামে একটি সভা করে তৃণমূল শিবির। সেই সভা থেকে ফের একবার বিজেপি এবং এনআইএ-কে নিশানা করেন কুণাল। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির আদালতের যাওয়ার ‘হুঁশিয়ারি’ প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি আদালতে যেতে চাইলে আগামীকালই যেতে পারেন, ৭ দিন দেরি করার দরকার নেই। তৃণমূল ৭ দিনের সময় চায় না’।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা