গোয়ায় বড়সড় ঝটকা গেরুয়া শিবিরে, তৃণমূলের হাত ধরল BJP-র জোটসঙ্গী

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরার (Tripura) পর লক্ষ্য গোয়া (Goa)। আর সেই লক্ষ্য পূরণ করতে বদ্ধপরিকর তৃণমূল (All India Trinamool Congress) নেতৃত্ব। ত্রিপুরার মতো গোয়াতেও সবুজ ঝড় তুলতে আগে ভাগেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। পাশাপাশি প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজও তৃণমূলে যোগ দিয়েছেন। এবার গোয়ার নেতা-কর্মীদের দলে টানার পাশাপাশি জোট গড়ার লক্ষেও রয়েছে তৃণমূল। আর সেই নিয়ে বড়সড় সফলতাও হাতে এল ঘাসফুল শিবিরের।

বিজেপির প্রাক্তন জোট সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টিকে (Maharashtrawadi Gomantak Party) এবার নিজেদের সঙ্গে মিলিয়ে নিল তৃণমূল। এরফলে একদিকে যেমন তৃণমূলের শক্তি বৃদ্ধি হল, তেমনই বিজেপি নির্বাচনের আগে বড়সড় ঝটকাও খেল। তবে এখন পর্যন্ত MGP-র সঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তৃণমূলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী গোয়া সফরের দিন এই জোটের ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

এদিন MGP-র সভাপতি পান্ডুরঙ্গ দীপক ধওয়ালিকর তৃণমূলের সঙ্গে জোটের কথা জানান। সোমবার MGP-র সভাপতি পান্ডুরঙ্গ দীপক ধওয়ালিকরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তৃণমূলে লোকসভার সাংসদ মহুয়া মৈত্র এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেইরো। সেখানেই দুই দলের জোটচুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে।

dolon

পান্ডুরঙ্গ দীপক ধওয়ালিকর এই সাক্ষাতের পর জানিয়েছেন, বিজেপি এমন ভাবে প্রচার চালাচ্ছিল যে, মনে হচ্ছিল ওঁরা ছাড়া আমাদের কিছুই নেই। আমরা তৃণমূল ছাড়াও আপ আর কংগ্রেসের সঙ্গে যোগাযোগে ছিলাম। বিজেপির সঙ্গে বর্তমান পরিস্থিতিতে লড়াইয়ের জন্য সবথেকে ভরসাযোগ্য দল হল তৃণমূল। আমরাই গোয়াকে নতুন আলো দেখাব।”

Koushik Dutta

সম্পর্কিত খবর