বাংলা হান্ট ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা ভোটের আঁচ এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে সরগরম বাংলা। সোমবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘গন্ধা ধর্ম’ মন্তব্যের প্রেক্ষিতে হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার তার পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ‘শুভেন্দু হিন্দুদের লিজ নিয়ে বসে আছেন? প্রশ্ন তাঁর।
শুভেন্দুকে (Suvendu Adhikari) কড়া আক্রমণ রাজীবের!
সোমবার রেড রোডে ঈদের মঞ্চে মিনিট দশেক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি রামকৃষ্ণ-বিবেকানন্দের ধর্মকে মানি। এই ভুয়ো রাজনৈতিক দল জেনে শুনে একটা নোংরা ধর্ম বানিয়েছে, সেটা আমি মানি না। ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে’।
গতকালই তৃণমূল নেত্রীর এই ‘গন্ধা ধর্ম’ মন্তব্যের পাল্টা দেন শুভেন্দু (Suvendu Adhikari)। ‘মমতাকে সাফ’ করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বলেন, ‘যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলার জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ’। এবার তাঁর এই মন্তব্যের পাল্টা ফুঁসে উঠলেন রাজীব।
আরও পড়ুনঃ বিদ্যুতের বিল নিয়ে চিন্তা শেষ! মিলবে ৩০০ টাকা অবধি ছাড়! দুর্দান্ত প্রকল্প রাজ্য সরকারের
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ব্রাহ্মণ-পুরোহিত সংগঠনের বৈঠকে গিয়েছিলেন তৃণমূল (Trinamool Congress) নেতা। এরপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দুকে একহাত নেন তিনি। রাজীব বলেন, ‘ও (শুভেন্দু) নিষিদ্ধ করার কে? কে ওকে দায়িত্ব দিয়েছে? ও কি এত বড় নেতা হয়ে গিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়েরও ওপরে? আমরা যে যার ধর্ম পালন করব। কিন্তু রাস্তায় যখন নামব তখন আমাদের ধর্ম মানব ধর্ম। যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইসকনে গিয়ে রথের দড়ি টানেন, তখন কেন একথা বলেননি? মমতা বন্দ্যোপাধ্যায় যখন চার্চে যান, তখন কেন একথা বলেন না? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হওয়া হতো না’।
ছাব্বিশের বিধানসভা নির্বাচন শুভেন্দু সহ বিজেপিকে (BJP) নিশ্চিহ্ন করার ডাকও দেন রাজীব। তৃণমূল নেতা দাবি করেন, ‘ছাব্বিশে শুভেন্দু সহ বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে’।
এদিকে গতকাল আবার ধব্জ হাতে তৃণমূলকে সাফ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘নিশ্চিন্তে থাকুন। এই ধব্জ দিয়ে সাফ করব’। সেই সঙ্গেই হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাকও দেন তিনি। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূলের রাজীব।