ভয়ঙ্কর বিস্ফোরণে গুরুতর আহত! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তৃণমূল নেতা শাহজাহান

বাংলা হান্ট ডেস্কঃ চা খেতে গিয়েই বিপদ! হঠাৎ বিকট শব্দে ফাটলো গ্যাস সিলিন্ডার। গুরুতর জখম তৃণমূল কংগ্রেস কাউন্সিলর (TMC Leader) সহ চার ব্যক্তি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ানে। সিলিন্ডার ফেটে (Cylinder Blast) যাওয়ার জেরে জখম হয়েছেন ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর শাহজাহান মহলদার (Shahjahan Mahaldar)।

জানা যাচ্ছে, আহতদের উদ্ধার করে সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তবে অবস্থার অবনতি তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। ঠিক কী হয়েছিল সেদিন? কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

জানা যাচ্ছে, এদিন সামসেরগঞ্জের ধুলিয়ান শিব মন্দির এলাকায় গিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর শাহজাহান। সঙ্গে ছিলেন আর কিছু ব্যক্তি। স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে বসেন তাঁরা। চায়ের অর্ডার দিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। কিন্তু কে জানতো, কিছুক্ষণের মধ্যেই ঘটতে চলেছে এক বড় বিপদ!

প্রতক্ষ্যদর্শীদের কথায়, চায়ের অর্ডার নিয়ে দোকানদার চা বানাতে গেলেই বাঁধে বিপত্তি। আচমকাই বিকট শব্দ করে ফেটে যায় গ্যাস সিলিন্ডার (Gas Cylinder Blast)। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যায়। অনেকে আবার সিলিন্ডার ফাটার শব্দকে বোমার শব্দ ভেবে বসেন। সব মিলিয়ে নিমেষের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ভিড় জমে যায় ঘটনাস্থলে।

TMC leader Shahjahan Mahaldar got injured in a gas cylinder blast

আরও পড়ুনঃ ED-র চার্জশিটে এবার আরও বড় নাম! রেশন দুর্নীতিতে মাথা ঘুরিয়ে দেওয়া মোড়, মঙ্গলেই সব ‘ফাঁস’

স্থানীয়রা মিলে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) শাহজাহান সহ আহত চার ব্যক্তিকে উদ্ধার করে সামসেরগঞ্জ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। এরপর প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শাহজাহান ছাড়া সিলিন্ডার ফাটার জেরে জখম হয়েছেন প্রমোদ যাদব, মোহাম্মদ নুর ইসলাম এবং রাকিব হোসেন। সকলে ধুলিয়ানের বাসিন্দা। প্রত্যেকেই শাহজাহানের অনুগামী বলে জানা গিয়েছে। আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে এই দুর্ঘটনা ঘটায় সম্পূর্ণ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর