‘শিরি লেখা’ থেকে স্বস্তিকা ‘কাকিমা’! RG Kar কাণ্ডে সরব তারকাদের কুরুচিকর কটাক্ষ TMC নেত্রীর

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের (RG Kar Case) আঁচ এখনো পুরো মাত্রায় বজায় রয়েছে রাজ্যে। এক মাসের বেশি হয়ে গিয়েছে আরজিকরে (RG Kar Case) মহিলা চিকিৎসকের মৃত্যুর পর। এই দীর্ঘ এক মাস ধরে আমজনতার সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন অনেক তারকা, ইউটিউবাররাও। অনেককে দেখা গিয়েছে রাত দখলের কর্মসূচিতে যোগ দিতে, কেউ কেউ গিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে। এবার জুনিয়র ডাক্তাররা ধর্না তুলতেই তাঁদের কটাক্ষ শানালেন তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রী।

আরজিকরের (RG Kar Case) প্রতিবাদ করায় তারকাদের কটাক্ষ

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সিলভিয়া রিমি মুখোপাধ্যায় নামে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের এক নেত্রী (তাঁর এক্স হ্যান্ডেল অনুযায়ী) একটি পোস্টে কটাক্ষ শানিয়েছেন শ্রীলেখা মিত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়, বং গাই কিরণ দত্ত, উন্মেষ গঙ্গোপাধ্যায়, অরিত্র দত্ত বণিকদের। উল্লেখ্য, এঁদের প্রত্যেককেই আরজিকর (RG Kar Case) ঘটনার প্রতিবাদে সুর চড়াতে দেখা গিয়েছে।

আরো পড়ুন : গদগদ প্রেম, ভরা সংসার, কার বিষ নজরে ভেঙেছিল হৃতিক-সুজানের দাম্পত্য?

কী লেখা হয়েছে পোস্টে

পোস্টে লেখা হয়েছে, ‘সবচেয়ে বেশি আন্দোলন উঠে যাওয়ায় দুঃখ কারা পেয়েছে? ১. আগুন বাবু রেডিও, ২. অরিত্র বাবু পেছন পাকা, ৩. শিরি লেখা মাসি, ৪. স্বস্তির কাকিমা, ৫. চটি বিক্রেতা দেবলীনা, ৬. গাই দুয়োনো বং, ৭. উনি মেষ, আসুন এনাদের শোকস্তব্ধ হৃদয়ের জন্যে একটু নীরবতা পালন করি’।

আরো পড়ুন : খুনের হুমকি বাবাকে, ভয়ে থরহরি কম্প সলমন, তদন্তে কেঁচো খুঁড়তে বেরোলো কেউটে!

এই পোস্টের কমেন্ট বক্সে অনেকে ওই নেত্রীকেই সমর্থন করেছেন। আবার অনেকে কটাক্ষ শানিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, ঘুঁটে পোড়ে গোবর হাসে। আবার একজন ‘নির্লজ্জ বেহায়া’ বলেও কটাক্ষ করেছেন। আরজিকর (RG Kar Case) কাণ্ডের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অনেককে।

RG Kar Case

উল্লেখ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তারপর নবান্নে বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না প্রত্যাহার করেছেন। কর্মবিরতি উঠেছে আংশিক। তবে প্রতিবাদ যে এখনো চলবে তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর