কিশোরীকে ধর্ষণ তৃণমূল নেতার ছেলের! অত্যাধিক রক্তপাতে মৃত্যু! জোর করে দাহ করানোরও অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ জন্মদিনের পার্টিতে ডেকে নাবালিকা ধর্ষণ! অতিরিক্ত রক্তপাতের কারণে নাবালিকার মৃত্যুও হয়। এরপর সেই নাবিলাকার দেহ জোর করে দাহ করানোরও অভিযোগ ওঠে। গোটা ঘটনায় অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালি ১ নম্বর ব্লকের গাজনা পঞ্চায়েত এলাকায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর চারিদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ১৪ বছর বয়সী ও মৃতার পরিবার গোটা ঘটনার জন্য দায়ী করেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সমর গোয়ালা ও তাঁর ছেলে ব্রজগোপালকে। নাবালিকার পরিবারের অভিযোগ, গত সোমবার ররাতে তৃণমূল নেতার ছেলের জন্মদিনের পার্টি ছিল। সেখানে তাদের মেয়েকে নিমন্ত্রণ করা হয়।

নাবালিকার পরিবার জানান, পার্টির দিন রাতে এক মহিলা ও কয়েকজনের সঙ্গে তাদের মেয়েকে তৃণমূল নেতার বাড়িতে পাঠানো হয়েছিল। এরপর আচমকাই তৃণমূল নেতার বাড়ির লোকেরা জানান, তাদের মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। নাবালিকাকে একটি হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে দাবি নির্যাতিতার পরিবারের। এমনকি, তাদের সরকার বা কোনও বেসরকারি হাসপাতালে নিয়ে যেতেও নিষেধ করে দেওয়া হয়েছিল।

তৃণমূল নেতার পরিবারের কথামত এক স্থানীয় হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় নাবালিকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাতুড়ে চিকিৎসার পর গত মঙ্গলবার মৃত্যু হয় ওই ১৪ বছর বয়সী নাবালিকার। পরিবারের দাবি, অত্যাধিক রক্তপাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতার পরিবার অভিযোগ করে বলেছে যে, তাদের মেয়ের মৃত্যুর পর তৃণমূলের ওই নেতা ও তাঁর সাঙ্গপাঙ্গরা মেয়েকে জোর করে স্থানীয় শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেয়।

নাবালিকার পরিবারের দাবি, তাদের মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। ব্রজগোপালের জন্মদিনের পার্টিতে ৪-৫ জন মিলে এই পৈশাচিক কাজ করা হয়েছে বলে দাবি মৃতার পরিবারের। শুধু তৃণমূল নেতাই না, পুলিশের দিকেও অভিযোগের আঙুল মৃতার পরিবারের। তাঁরা জানান। হাঁসখালি থানার ভারপ্রাপ্ত ওসি মুকুন্দ চক্রবর্তী এই গণধর্ষণের অভিযোগ নেননি।

অন্যদিকে, তৃণমূল নেতা সমর গোয়ালা দাবি করেছেন যে, মৃতার সঙ্গে তাঁর ছেলের সম্পর্ক ছিল। এছাড়াও তিনি নিজের বাড়িতে কোনও জন্মদিনের পার্টির আয়োজন করা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দেন। তিনি এও বলেন যে, ওঁরা বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারে, সেটা আমার জানা নেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর