৮০০ টাকা জোড়া, সরকারি ত্রিপল বাজারে বিক্রি করছে তৃণমূল নেতার জামাই! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: শিক্ষক নিয়োগে দুর্নীতি, রেশনের চালে দুর্নীতির মধ্যেই এবার ত্রিপল দুর্নীতি (Tripal Scam)? মালদহের (Malda) মানিকচকে ভূতনির হাটে বিক্রি হচ্ছে সরকারি ত্রাণের ত্রিপল! আর সেগুলি বিক্রি করছে স্বয়ং তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের উপপ্রধানের পরিবারের সদস্য। সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটদুনিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের (TMC) উপপ্রধান নাসির শেখের জামাই রেফাল শেখ ভূতনির উত্তর চণ্ডীপুর অঞ্চলের চম্পানগর হাটে সরকারি ত্রাণের ত্রিপল ৮০০ টাকা জোড়া দামে সাইকেলে করে বিক্রি করছেন। এমনকী, হাটের গ্রাহকরা তাঁর কাছে দামাদামি করে সেই ত্রিপল কিনেও নিচ্ছেন।

এই নিয়ে স্থানীয় এক এলাকাবাসী শাহজাহান শেখ জানান, তারা হাটে গিয়ে দেখেন রাজ্য সরকারের (West Bengal Government) সিলমোহর দেওয়া সরকারি ত্রাণের ত্রিপল খোলা হাটে বিক্রি করা হচ্ছে। তিনি ওই ত্রিপল বিক্রেতা রেফাল শেখকে এই ত্রিপল কোথা থেকে এল জিজ্ঞাসা করতেই তিনি বলেন, তার কাছে আরও অনেক ত্রিপল রয়েছে, লাগলে জানাতেও বলেছেন। কিন্তু কোথা থেকে এল এই ত্রিপল তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি রেফাল।

এলাকাবাসীদের অভিযোগ, সরকারি ত্রাণের ত্রিপল যেখানে দুঃস্থ বা বন্যাকবলিত মানুষজন পাচ্ছে না, সেই জায়গায় প্রশাসনের নজর এড়িয়ে খোলা বাজারে কীভাবে বিক্রি হচ্ছে এই ত্রিপল?

tripal

এই সম্পর্কে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসির শেখ বলেন, তিনি নিজেও সেই ভিডিওটি দেখেছেন, কিন্তু কোথা থেকে বা কীভাবে তাঁর আত্মীয়ের কাছে এই ত্রিপল এল বা কোথায় তিনি বিক্রি করছেন তা তাঁর জানা নেই।

উল্লেখ্য, আমফানের পর থেকে ত্রিপল চুরির অভিযোগ তুলেছে বিজেপি-সহ (BJP) অন্যান্য বিরোধীরা। এবার হাতেনাতে সেই প্রমাণ মিলল।


Avatar
Monojit

সম্পর্কিত খবর