দফতরে বসে প্রকাশ্যেই কাটমানি খাচ্ছেন তৃণমূলের উপপ্রধান, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, একাধিক দুর্নীতি মামলায় ক্রমশ জেরবার হয়ে চলেছে রাজ্যের শাসকদল। এর মাঝেই আবার নতুন করে উঠে এল ‘কাটমানি’ প্রসঙ্গ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে টাকা নিতে দেখা গিয়েছে হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রাজ্জাককে। যদিও এই ভিডিওটি কতটা সত্য, সেই বিষয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কিন্তু বর্তমানে ঘটনাটির সত্যতা সম্পর্কে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমিনুর ইসলাম।

বলে রাখা ভালো, ভিডিওটিতে আমিনুরের হাত থেকেই টাকা নিতে দেখা গিয়েছে পঞ্চায়েত প্রধানকে। এদিন আমিনুরবাবু বলেন, “এখন কাটমানি ছাড়া কোন কাজ কি আর হয়?” তাঁর এই মন্তব্যের পর স্বভাবতই বিতর্ক দানা বাঁধে। তবে যাকে ঘিরে সৃষ্টি হয়েছে জল্পনা, সেই আব্দুর রাজ্জাকের কথায়, “আমি আমিনুরকে গম বিক্রি করি আর সেই টাকাই নিচ্ছিলাম। এখানে কাটমানির কোন যোগ নেই।”

তবে শুধুমাত্র এই দুজনই নয়, সেখানে উপস্থিত ছিলেন আরো মানুষ। এই ভিডিওতে দেখা গিয়েছে পঞ্চায়েত প্রধান রোহিণী দেবশর্মাকেও। যদিও এই ভিডিও মিথ্যে বলে দাবি করেছেন তিনি। কাটমানি প্রসঙ্গটি সামনে উঠে আসতেই শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি। দক্ষিণ দিনাজপুর জেলার সিপিএম সদস্য বলেন, “তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া চলতে পারে না। পঞ্চায়েত থেকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির সকলে কাটমানি ছাড়া কোন রকম কাজ করেনা। এই ভিডিওয় সেটাই প্রমাণ হলো।”

অপরদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “পরিষ্কার দেখা যাচ্ছে যে, তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান প্রকাশ্যে কাটমানি নিচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেস দলের এটাই সংস্কৃতি।” ভাইরাল ভিডিও ঘিরে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি বলেন, “দলের কোনো নেতা যদি কাটমানি নিয়ে থাকে, তাহলে আমাদের দল তাকে ছাড়বে না। দোষীর উপযুক্ত শাস্তি হবে।”


Sayan Das

সম্পর্কিত খবর