‘কুম্ভ হোক বা বাজেট, কৃতিত্ব নিলেও দায় এড়ায় বিজেপি’! বিস্ফোরক তৃণমূল নেতা তন্ময় ঘোষ

বাংলা হান্ট ডেস্কঃ মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে অমৃতস্নান ঘিরে মহাকুম্ভে হুড়োহুড়ি (Maha Kumbh Stampede) পড়ে যায়। সেখান থেকে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। এর জেরে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ, আহতের সংখ্যা একাধিক। এবার এই ঘটনার প্রেক্ষিতেই উত্তরপ্রদেশ সরকার এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ (Tanmoy Ghosh)। কোনও সাফল্যের ক্ষেত্রে কৃতিত্ব নিলেও, ব্যর্থতার ক্ষেত্রে দায় এড়িয়ে যায় পদ্ম শিবির, দাবি করেন তিনি।

মহাকুম্ভ বিপর্যয় নিয়ে বিজেপিকে নিশানা তন্ময়ের (Tanmoy Ghosh)!

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) প্রায় সাড়ে ৭ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক। সেই ভিডিওর ছত্রে ছত্রে পদ্ম শিবিরকে নিশানা করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘কুম্ভ হোক বা বাজেট, বিজেপি কৃতিত্ব নিলেও ব্যর্থতার ক্ষেত্রে দায় এড়িয়ে যায়’।


ভিডিওয় তন্ময় (Tanmoy Ghosh) বলেন, কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে নানান ধরণের সংবাদ পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, কিছু হয়নি। নানান সূত্র থেকে জানা যাচ্ছে, যতটা দাবি করা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এর দায় রাজ্য প্রশাসনের। ‘আরও নির্দিষ্ট করে বললে এটি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ব্যর্থতা’, মন্তব্য করেন তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি! এবার সেই কালীঘাটের কাকুকে নিয়ে বড় খবর!

তন্ময় বলেন, ‘কুম্ভমেলায় প্রচুর বিদেশিরাও এসেছিলেন। তাঁদের সামনে আমাদের দেশের ছবি নষ্ট হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এর দায় নিয়ে বিবৃতি দেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে, ওনারা জনসংযোগ নিয়ে ব্যস্ত’। কুম্ভমেলার অব্যবস্থাপনা নিয়েও সরব হন তৃণমূল মুখপাত্র। এর সম্পূর্ণ দায় উত্তরপ্রদেশ সরকারের, দাবি করেন তিনি। একইসঙ্গে সেই রাজ্যের শাসকদল বিজেপিকে নিশানা করে তন্ময় বলেন, তারাও এই ঘটনার দায় ঝেড়ে ফেলতে পারে না।

তৃণমূল (TMC) নেতার কথায়, ‘সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা যে কোনও নির্বাচিত সরকারের দায়িত্ব… কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো ছবি দেখা যাচ্ছে। এমনকি কেন্দ্রীয় সরকারকেও একই ভূমিকায় দেখা যাচ্ছে। কোনও সাফল্য থাকলে তারা প্রত্যেকে তার ভাগীদার হতে চলে আসেন। কিন্তু ব্যর্থতার সময় কেউ কোনও দায় নেন না। এটা দুর্ভাগ্যজনক‘।

Tanmoy Ghosh

তন্ময় (Tanmoy Ghosh) বলেন, অনেকে বলছেন যেহেতু এত বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন, সেই কারণে এমন বিপর্যয় ঘটতে পারে। কিন্তু এটা মোটেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তৃণমূল নেতা। তিনি বলেন, ‘বাইপাস রুট দিয়ে প্রচুর ভিভিআইপি এসেছেন, পুণ্যস্নান করেছেন, সেলফি নিয়েছেন, চলে গিয়েছেন। কিন্তু ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ’।

কুম্ভমেলায় প্রচুর মানুষের সমাগম হবে এই তথ্য আগে থেকেই ছিল। সেই হিসেবে আগে থেকে যথাযথ বন্দোবস্ত করা উচিত ছিল। তবে এমনটা করা হয়নি বলে দাবি করেন তন্ময়। ‘এটাই এই সরকারের ব্যর্থতা’ বলেন তিনি। সাফল্যের সময় কৃতিত্ব নেওয়া এবং ব্যর্থতার সময় দায় এড়িয়ে যাওয়া, বিজেপি (BJP) সবসময় এমনটাই করে বলে দাবি করেন তৃণমূলের রাজ্য সম্পাদক।

তন্ময় (Tanmoy Ghosh) বলেন, দুর্ভাগ্যজনকভাবে বহু রাজনৈতিক নেতা-নেত্রী এই বিষয়ে কথা বলছেন না। অনেকেই মুখে কুলুপ এঁটে রেখেছেন। ‘তবে আমার জন্য রাজনীতি মানে মানুষের অধিকার নিয়ে কথা বলা, মানুষের জন্য কথা বলা, রাজনীতি মানেই মানুষ। আমি এমনটাই বিশ্বাস করি। তাই আমি মানুষের জন্য, তাঁদের উন্নয়নের জন্য, তাঁদের মৌলিক অধিকারের জন্য কথা বলে যাব’, বলেন তৃণমূল নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর