‘এক্ষুনি বসে ঠিক না করলে প্রিন্সিপালের প্যান্টে প্রস্রাব করিয়ে ছাড়ব!’, হুমকি তৃণমূল নেতার, উত্তাল কাঁথি কলেজ

বাংলা হান্ট ডেস্ক : ফের সংবাদ শিরোনামে কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয় (Contai Dehspran College)। আবারও ছাত্র বিক্ষোভ। বলা ভাল তৃণমূলের ছাত্র সংগঠনের বিক্ষোভ। কর্তৃপক্ষের উদাসীনতায় কিছু ভুল এবং এর জেরেই আবারও রাজনীতির ছায়া পড়ল কলেজ চত্বরে। মহাবিদ্যালয়ের ঘরে দাঁড়িয়ে অধ্যক্ষকে রীতিমতো হুমকি দিলেন এক তৃণমূল নেতা।

কী হয়েছিল ঘটনা? জয়শ্রী গিরি নামে ওই কলেজের এক ছাত্রী সংবাদমাধ্যমকে জানান, ‘আমাদের ইলেক্টিভ সাবজেক্ট হিসাবে বাংলা থাকার কথা, তার বদলে করে ইংরেজি।’ সাংবাদিকরা ওই ছাত্রীকে প্রশ্ন করেন এই ঘটনার জন্য কে দায়ি নলে আপনার মনে হয়? খানিক চিন্তা করে ওই ছাত্রীর অকপট জবাব, ‘কলেজ কর্তৃপক্ষের ভুল।’

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সাদা জামা পরিহিত এক ব্যক্তি রীতিমতো উত্তপ্ত হয়ে কথা বলেছেন কলেজের স্টাফরুমে দাঁড়িয়ে। তিনি হুমকি দিয়ে বলছেন, ‘প্রিন্সিপাল এক্ষুনি বসে সব ঠিক করুক। না হলে আমরা প্রিন্সিপালের প্যান্টে প্রস্রাব করিয়ে ছাড়ব।’ হুমকিটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে বুঝতে পেরে তাঁকে শান্ত করার চেষ্টা করেন অপর এক ব্যক্তি।

contai 2

এর পর আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে বলছেন ‘প্রিন্সিপাল কেন দেখেন নি? ফর্ম তিনি না দেখে সই কেন করলেন? কিসের হেড তিনি? তিনি প্রিন্সিপাল হয়ে দেখবেন না কিছু? প্রিন্সিপালের সই ছাড়া কিছু হয় না। বিশ্ববিদ্যালয়ে কাগজই যায় না।’

সেই সময় অপর এক ব্যক্তি বলতে শুরু করেন, ‘ঠিক আছে যা হয়েছে হয়েছে, এগুলো ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার। প্রিন্সিপ্যালকে বলুন এগুলো ঠিক করতে। দু’এক জনের ভুল হয়, সবায়ের একসাথে ভুল কিভাবে হয়? প্রন্সিপালকে বলুন এক্ষুনি সব ঠিক করতে।’

Sudipto

সম্পর্কিত খবর