বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে জোর কদমে চলছে পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) তোড়জোড়। শাসক থেকে বিরোধী, প্রায় রোজই নানা সভা, কর্মসূচী নিয়ে পথে বেরোচ্ছেন প্রচারে। এরমই প্রচারের মাঝে স্থানীয়দের উদ্দেশ্যে রীতিমতো শাসানির সুর শোনা গেলো তৃণমূল নেতার মুখে।
মহিলাদের উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন নেতা, এমনই একটি ভিডিয়ো (Video) ভাইরাল(Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরই রীতিমতো শোরগোল পরে গেছে নেট দুনিয়ায়।
ঘটনাটি উত্তর ২৪ পরগনার (North 24 Paragana) বাদুড়িয়ার কাটিয়াহাট ব্লকের। সেখানে স্থানীয় তৃণমূল (TMC) সভাপতি প্রকাশ সর্দারকে মহিলাদের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে বলতে শোনা যাচ্ছে, ‘‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? মুখ্যমন্ত্রীর কথা মনে আছে? সামনে পঞ্চায়েত ভোটে ভুল যেন না হয়!’’
সূত্রের খবর দুয়ারে সরকার শিবির পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় ওই তৃণমূল নেতা। আর তার পরেই জড়ালেন বিপাকে, দিবালোকে প্রকাশ্য হুমকি! উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কাটিয়াহাট ব্লক তৃণমূল সভাপতি প্রকাশ সর্দারের এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয়েছে গভীর রাজনৈতিক তরজা।
তবে পরে ঘটনা জানাজানি হতে নিজের দেওয়া হুঁশিয়ারি স্বীকার করে নিয়ে তৃণমূল নেতার সাফ কথা ‘‘মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা নেবে, আর অন্য দলকে ভোট দেবে— তা হবে না। রাজ্য সরকারের সুবিধা নিলে রাজ্য সরকারকেই দেখতে হবে। না হলে বিরোধীদের থেকে সুবিধা নিতে হবে।’’
বসিরহাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি শমীক রায় অধিকারী প্রকাশ সর্দারকে কিছুটা সমর্থন করেই বলেন, ‘‘উনি (প্রকাশ) কী বলেছেন, জানি না। তবে বিজেপির সমালোচনাকে গুরুত্ব দেয় না তৃণমূল।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘এ কথা অস্বীকার করা যাবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন। তাই মানুষের উচিত এই সরকারের পাশে থাকা।’’
অন্যদিকে ঘটনা জানাজানি হতেই এর তীব্র সমালোচনায় নেমেছে বিরোধী দল। ঘটনার নিন্দা করে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পলাশ সরকার বলেন, ‘‘সরকারি কর্মসূচিতে যোগদান করে তৃণমূল নেতা প্রকাশ্যে রাজনীতি করছেন। দুয়ারে সরকার ক্যাম্পে সরকারি আধিকারিকেরা কী করছিলেন? ক্যাম্পে যে ভাবে রাজনীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত।’’