‘পঞ্চায়েত ভোট হবে মারমুখী, ছাপ্পাবাজদের ধন্যবাদ’, ভাঙড়ে বিস্ফোরক আরাবুল ইসলাম

বাংলাহান্ট ডেস্ক : রাজ্যের পুরভোট তরজায় এবার মাঠে নামলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। রবিবার পুরভোটের পর তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ এনেছে রাজ্যের প্রায় প্রতিটি বিরোধী দলই। বুথে বুথে চলেছে খন্ডযুদ্ধ, বুথ দখল। একাধিক জায়গা থেকে উঠে এসেছে ছাপ্পা ভোট, ভুয়ো ভোটারের অভিযোগও। পুরভোটকে ঘিরে তুঙ্গে বাংলার রাজনৈতিক তরজা। এরই মধ্যে বিরোধীদের পালটা হুঁশিয়ারি দিলেন আরাবুল। একই সঙ্গে ছাপ্পা ভোট দেওয়ার জন্য কর্মীদের ধন্যবাদ জানালেন আর এক তৃণমূল নেতা।

সোমবার বিজেপির ডাকা বন্ধের বিরুদ্ধে ভাঙড়ে মিছিল করেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। সেই মিছিল থেকেই বিরোধীদের রীতিমতো কড়া হুমকি দেন আরাবুল। তিনি বলেন, ‘আমরা এটা শুধু একটা টোকেন প্রতিবাদ জানালাম। প্রয়োজন হলে রাস্তায় নামব। ভাঙড়ে যারা বিজেপি, সিপিএম, আইএসএফ করছে তারা বাড়ি থেকে বের হতে পারবে না। এখন হুঁশিয়ারি দিয়ে বলছি সাবধান হয়ে যাও। এলাকা থেকে বের হতে পারবে না। তৃণমূল কর্মীরা বিধানসভা ভোটে হয়ত হেরেছে কিন্তু পঞ্চায়েত ভোটে দেখিয়ে দেব কত ক্ষমতা।’

আরাবুলের সুরেই গেয়েছেন আর এক তৃণমূল নেতাও। ভাঙরের বোগালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোদাসের হোসেন আরাবুলের সমর্থনেই জানিয়েছেন,’ আরাবুল ভাই যেটা বলছেন সঠিক কথা বলছেন। ছাপ্পা তো দূরের কথা, এখানে অন্য কোনও প্রার্থী দাঁড়াবে না। পঞ্চায়েতটা আমাদের ব্যক্তিগত ভোট। কারণ এটা প্রধান এবং সদস্যদের ভোট। তাই লড়াইটা মারমুখী হবে। যাতে অন্য কেউ প্রার্থীই না হতে পারে সেদিকে খেয়াল রাখব। আর ছাপ্পা যারা করেছে আমার তরফ থেকে তাদের জন্যবাদ জানাই। যদি করে থাকে তাহলে ঠিক করেছে।’

arabul islam

প্রসঙ্গত, পুরভোট নিয়ে বিরোধীদের আক্রমনে কোণঠাসা তৃণমূল। একের পর এক অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। গতকাল রাজ্যে ১২ ঘন্টার ধর্মঘট ডাকে বিজেপি। লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সব মিলিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এহেন অবস্থায় ভাঙড়ের এই দুই নেতার এহেন বেফাঁস মন্তব্যে যে চুড়ান্ত অস্বস্তিতে রাজ্যের শাসকদল, এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর