‘ক্ষমতা থাকলে দিনহাটায় এসে বলে দেখান, কথা দিচ্ছি পুলিশ থাকবে না’! মীনাক্ষীকে পাল্টা ‘চ্যালেঞ্জ’ উদয়নের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল (Trinamool Congress) নেতা, সেই সঙ্গেই রাজ্যের মন্ত্রী। সম্প্রতি মাথাভাঙার একটি সভা থেকে সেই উদয়ন গুহর (Udayan Guha) নাম নিয়ে সরব হন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। এবার যুব বাম নেত্রীর মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। সরাসরি তাঁকে বড় চ্যালেঞ্জ ছুঁড়েছেন শাসকদলের নেতা।

মীনাক্ষীর মন্তব্যের পাল্টা কী বললেন উদয়ন (Udayan Guha)?

সম্প্রতি কোচবিহারের মাথাভাঙায় দলের একটি সভায় যোগ দিয়েছিলেন মীনাক্ষী। সেখানে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সোজা উদয়নের নাম নিয়ে বলেন, ‘উদয়ন গুহদের আমরা পকেটে রাখি। পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে তাহলে দিনহাটা এদের বাপের সম্পত্তি নয়’। এবার মীনাক্ষীর এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী।

উদয়ন এদিন বলেন, ‘বলছে, আমায় পকেটে রাখতে পারে! তার মানে ভাবুন, ৩৪ বছরে টাকা খেয়ে খেয়ে ওরা পকেটটা কত বড় করেছে যে ৫ ফুট ১০ ইঞ্চির ৯০ কেজির একটা মানুষকে পকেটে রাখতে পারে বলছে!’

আরও পড়ুনঃ বাংলার রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে DA প্রদানের সুপারিশ? বড় তথ্য তুলে ধরলেন মলয় মুখোপাধ্যায়

এখানেই না থেমে তৃণমূল (TMC) নেতা এদিন বলেন, ‘দিনহাটা আমার কিংবা আমার বাবার সম্পত্তি নয় ঠিকই, কিন্তু আমি ও আমার বাবা দিনহাটার অনেক কাজ করেছি’। এরপরেই বাম নেত্রীর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।

Udayan Guha

উদয়ন বলেন, ‘ক্ষমতা থাকলে আপনি অথবা আপনার দলের কোনও নেতা দিনহাটায় এসে এই ধরণের মন্তব্য করে দেখান, কথা দিচ্ছি পুলিশ থাকবে না!’ রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের পাল্টা মীনাক্ষীর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি বলে খবর।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতাদের মধ্যে একজন হলেন উদয়ন গুহ (Udayan Guha)। দিনহাটায় তাঁর দাপট দেখার মতো। সম্প্রতি তাঁর নাম নিয়েই মীনাক্ষী বলেছিলেন, ‘উদয়ন গুহদের আমরা পকেটে রাখি!’ এবার তাঁর পাল্টা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই তরজা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X