বাংলা হান্ট ডেস্কঃ ভোটমুখী বাংলায় শনিবার রাজ্য সফরে আসেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J. P. Nadda)। সেখানে প্রথম সারির এই নেতাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির হন বঙ্গ বিজেপির একঝাঁক নেতা। এই পর্যন্ত সব ঠিকই ছিল, তবে হঠাৎ দেখা গেল এদিন রাতে নাড্ডাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত তৃণমূলে যোগদানকারী নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) ! এই ঘটনা ঘিরেই শুরু জোর জল্পনা।
প্রসঙ্গত, বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিতে চলেছেন জয় বন্দ্যোপাধ্যায়, গত বছরের শুরুর সময় এমন গুঞ্জনেই শোরগোল পড়েছিল রাজ্য রাজনীতিতে। তবে সেই সময় এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে না এলেও তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির অনুষ্ঠান মঞ্চে জয়কে দেখে অনেকেই ধরে নিয়েছেন তৃণমূলে যোগদান করেছেন তিনি। তবে শনিবার নাড্ডার সাথে তার সাক্ষাৎ যে আবারও বেশ কিছুটা জল্পনা বাড়াল তা বলার অবকাশ রাখে না।
বিজেপি না তৃণমূল! কোন দলে জয় বন্দোপাধ্যায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিজেপি ছাড়ার পরেও নাড্ডাকে স্বাগত জানাতে তিনি কেন গেলেন? তার নামই বা কে নির্ধারন করল! কারণ নিয়ম মত, দিল্লি থেকে কোনও শীর্ষস্থানীয় নেতা এলে কারা তাকে স্বাগত জানাতে যাবেন, সেই সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব। তবে কী বঙ্গ বিজেপির অফিস থেকেই জয়ের নাম পাঠানো হয়? এই নিয়েই শুরু হয়েছে ধন্দ।
প্রসঙ্গত, গত শনিবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানাতে বিমানবন্দরে পৌঁছান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি নেতারা। তবে এদিন আচমকাই জয় বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে যথেষ্টই অস্বস্তিতে গেরুয়া শিবির। তবে কী পঞ্চায়েত ভোটের আগে ফের পুরোনো দোলে ফিরলেন জয়? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
শনিবারের এই ঘটনা নিয়ে একদিকে রীতিমতো মুখে কুলুপ এঁটেছে বঙ্গ বিজেপি। সূত্রের খবর, জয়কে দেখে কার্যত হতবাক হয়ে যান বিজেপির লোকজনই। প্রসঙ্গত, গত বছর শুরুর দিকে বিজেপির বিরুদ্ধে সে সময় অভিমান উগরে দিয়ে দল ছাড়ার পথে হাঁটেন জয়। তার অভিযোগ ছিল অসুস্থ হয়ে তিনি আইসিইউয়ে ভর্তি থাকলেও দল তার খোঁজ নেয়নি। তবে এদিন ফের নাড্ডা সাক্ষাতে জয়ের দলে ফেরার বিষয়টি নিয়ে দু’য়ে দু’য়ে চার করছেন অনেকেই।