‘তৃণমূল নেতা আমাদের ফাসাচ্ছে” বিস্ফোরক দাবি শিশু পাচারে অভিযুক্ত বাঁকুড়ার প্রিন্সিপালের

বাংলাহান্ট ডেস্কঃ বাঁকুড়ায় (Bankura) শিশু পাচারের অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় সরকারি স্কুলের (central government school) প্রিন্সিপাল (principal) কমল কুমার রাজোরিয়ার নামে। এই ঘটনায় প্রধান শিক্ষক সহ আরও কয়েকজনকে গ্রেফতারির পর এবার সেই কেসে নাম জড়াল স্থানীয় তৃণমূল নেতার। সিআইডি হেফাজতে অভিযুক্ত প্রিন্সিপাল কে কে রাজোরিয়া, সতীশ কুমারদের নেওয়ার পর, তাঁদের দাবি তৃণমূল নেতা তাঁদের ফাঁসিয়েছে।

সম্প্রতি বাঁকুড়ার কালপাথর এলাকার নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজোরিয়ার নামে অভিযোগ ওঠে মোটা টাকার বিনিময়ে বিদ্যালয়ের অধ্যক্ষ এবং আর এক শিক্ষিকা বিভিন্ন জায়গা থেকে শিশুদের কিনে রাজস্থান সহ বিভিন্ন জায়গায় মোটা টাকার বিনিময়ে বিক্রি করতেন। আর এই ঘটনায় নাকি শিশুদের মায়েদেরকেও লক্ষাধিক টাকা দিতেন তাঁরা।

school principal himself, along with 8 teacher detained in Bankura, accused of child trafficking.

এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতার করে শনিবার আদালতে পেশ করে সিআইডি নিজেদের হেফাজতে নেয়। শিশুপাচারের মতো কেলেঙ্কারির দ্রুত কিনারা করতে মাঠে নেমে পড়েন সিআইডি আধিকারিকরা। এদিন লকআপ থেকে বেরিয়ে পুলিশ ভ্যানে ওঠার সময় বাঁকুড়া ১ নং ব্লকের তৃণমূল সভাপতি সন্দীপ বাউড়ির নাম নেয় দুই অভিযুক্ত।

তাঁরা জানায়, ‘এই সমস্ত ঘটনা সম্পূর্ণ সাজানো। সন্দীপ বারবার ফোন করে নানারকম দাবী করে। আর সেই দাবী মেনে না নেওয়ায় স্কুলের বিরুদ্ধে এভাবে চক্রান্ত করা হয়েছে। সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে এই তৃণমূল নেতা আমাদের ফাঁসানোর চেষ্টা করছে’।

এই ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি তোলে এলাকাবাসী। অন্যদিকে এই মামলার নিস্পত্তির জন্য কে কে রাজোরিয়া, সতীশ কুমার এবং স্বপনকুমা দত্তকে ৫ দিনের হেফাজতে নিয়েছে সিআইডি।

Smita Hari

সম্পর্কিত খবর