ভরসন্ধ্যায় বাংলাহান্টের সাংবাদিকের গায়ে হাত! প্রকাশ্য রাস্তায় “তৃণমূল ঘনিষ্ঠ”-রা দিলেন “হুমকিও”

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার বুকে ফের আক্রান্ত বাংলাহান্ট (Banglahunt)। সন্ধ্যায় প্রকাশ্য বাজারে কেষ্টপুরের এক তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলরের অনুগামীদের হাতে শারীরিক নিগ্রহের শিকার বাংলা হান্টের সাংবাদিক রিয়া গিরি। শুধু তাই নয়, এই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ‘দেখে নেওয়ার’ হুমকিও জুটল শাসক দলের কাউন্সিলর ও তার অনুগামীদের কাছ থেকে।

শাসক দলের হাতে আক্রান্ত বাংলাহান্টের (Banglahunt) সাংবাদিক

ব্যক্তিগত প্রয়োজনে বাংলাহান্টের (Banglahunt) সাংবাদিক (Journalist) রিয়া গিরি গতকাল সন্ধ্যা নাগাদ গিয়েছিলেন কেষ্টপুর বাজারে। সেখানে কোনও ঘটনার সূত্রে দুই বাইক সওয়ারীর সাথে বচসা শুরু হয় এক স্থানীয় বাসিন্দার। আচমকা স্থানীয় একটি পুজো মণ্ডপ থেকে এক ব্যক্তি এসে চড়াও হয় বাইক আরোহীর উপর।

আরও পড়ুন : LAC-র কাছে নতুন চাল চিনের, অরুণাচল প্রদেশের কাছে এটা কী করছে ড্রাগন? প্রস্তুতি নিচ্ছে ভারতও

এরপরেই বাইকে থাকা অন্য এই মহিলা আরোহী সেই ঘটনার প্রতিবাদ করলে তার উপরেও শুরু হয় শারীরিক নির্যাতন। স্থানীয় এক যুবক ঘটনার ভিডিও করছিলেন তার মোবাইল ফোনে। সেই ‘অপরাধে’ স্থানীয় কাউন্সিলর মণীশ মুখার্জির অনুগামীরা কেড়ে নেন ওই যুবকের ফোন। এরপরই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর।

আরও পড়ুন : ফের প্রতিস্থাপিত হবে শ্রীরামের বিগ্রহ, তাও আবার অযোধ্যার রাম মন্দিরে! কী জানাচ্ছে মন্দির কর্তৃপক্ষ?

গোটা ঘটনার প্রতিবাদ করতে এগিয়ে যান বাংলাহান্টের (Banglahunt) সাংবাদিক রিয়া। আদৌ কি রাজ্যে শাসন ব্যবস্থা রয়েছে? সাধারণ নাগরিক হিসাবে প্রশ্ন তোলেন কাউন্সিলর মণীশ মুখার্জির সামনেই। অভিযোগ এরপরই কাউন্সিলর ঘনিষ্ঠ এক স্থানীয় মহিলা চড়াও হন বাংলাহান্টের মহিলা সাংবাদিকের উপর। শুরু হয় রিয়াকে অকথ্য ভাষায় আক্রমণ।

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসাবে পরিচয় দিলে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি। কাউন্সিলরের অনুগামীরা দাবি করতে থাকেন যে হয়ত এই ঘটনার ভিডিও বন্দি করেছেন রিয়া। এরপর নেহাতই সন্দেহের বশে রিয়ার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় কাউন্সিলর ঘনিষ্ঠ বেশকিছু যুবক। পাল্টা প্রতিবাদ জানাতে গেলে কাউন্সিলর ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হন রিয়া।

Tmc leaders attack Banglahunt journalist.

চলতে থাকে শারীরিক নির্যাতন। এমনকি টেনে ছিঁড়ে দেওয়া হয় মহিলা সাংবাদিকের জামার বোতাম। নিজেকে বাঁচাতে ঘটনাস্থল থেকে কোনওরকমে বেরিয়ে আর জি কর মেডিকেল কলেজে গিয়ে উপস্থিত হন রিয়া। তাঁকে পরীক্ষা করে দেখেন ইমারজেন্সি বিভাগের চিকিৎসকেরা। করা হয় এক্স-রে। রিপোর্টে দেখা যায়, গুরুতর চোট রয়েছে পেশীতে। আপাতত চিকিৎসাধীন রয়েছে রিয়া।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X