গোপন অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে রেশনের আটা, পুলিশের হাতে গ্রেফতার TMC নেতার দাদা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রেশনের আটা চুরির অভিযোগ উঠল স্থানীয় যুব তৃণমূল নেতার দাদার নামে। শুধু তাই নয়, এই ঘটনায় যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরীর দাদা বিকাশ চৌধুরীকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপির অভিযোগ, এই ঘটনায় সুশান্ত চৌধুরীও যুক্ত রয়েছেন।

সূত্র মারফত খবর পেয়ে, বৃহস্পতিবার বিকেলে ইংলিশ বাজার এবং বৈষ্ণব নগরে খাদ্য দফতরের কর্মীদের নিয়ে অভিযান চালায় পুলিশ। আর এই অভিযান থেকেই কালিয়াচক থানার সুলতানগঞ্জে একটি গোডাউন থেকে রেশনের প্রায় ৭ টন আটা উদ্ধার করে পুলিশ।

tmc flag

দুই লরি ভর্তি রেশনের আটা উদ্ধার করার পাশাপাশি এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন স্থানীয় যুব তৃণমূল নেতা সুশান্ত চৌধুরীর দাদা বিকাশ চৌধুরী। এই ঘটনার পেছনে সুশান্ত চৌধুরীর মদত আছে বলে অভিযোগ করেছে গেরুয়া শিবির।

এই ঘটনায় মালদা কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সামিজুদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘কেউ কোন বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকলে, দল তাঁর পাশে কখনই দাঁড়াবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন’। তবে এই ঘটনার বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আনিস সরকার জানান, এই ঘটনার পেছনে আর কারা জড়িয়ে আছেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে শাসক দলের যুব নেতার দাদা রেশনের আটা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ায় জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল কটাক্ষ করে বলেন, ‘একদিকে মমতা দিদি দুর্নীতিমুক্ত সমাজ তৈরির কথা বলছেন, আর অন্য দিকে এসব হচ্ছে। এই ধরনের নেতারা দলে থাকলে, তা কোনদিন সম্ভব নয়’।

সম্পর্কিত খবর

X