করোনায় মৃত্যু সন্দেহে ১২ ঘণ্টা পড়ে রইল বিজেপি নেতার দেহ, সৎকারের জন্য এগিয়ে এল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ ভোট পরবর্তীতে রাজ্য জুড়ে বাড়তে থাকা হিংসার মাঝে এক ভিন্ন চিত্র দেখা গেল বর্ধমানের (bardhaman) কেতুগ্রামে। করোনা মৃত সন্দেহ করে সকলে পিছিয়ে গেলেও, বিজেপি (BJP) নেতার শেষকৃত্যে এগিয়ে এলেন স্থানীয় তৃণমূল (TMC) কর্মীরা। দায়িত্ব নিয়ে সম্পন্ন করলেন শেষকৃত্যও।

ঘটনাটি বর্ধমানের কেতুগ্রাম ১ নম্বর ব্লকের আনখোনা পঞ্চায়েতের চাকটা গ্রামের। বর্তমান করোনা আবহে সেখানকার বিজেপির বুথ সভাপতি অনুপ মুখার্জি হৃদযন্ত্র বিকল হওয়ার কারণে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এলাকবাসীর সন্দেহ হয় অনুপ মুখার্জি করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। সেই সন্দেহে মৃত দেহ সৎকারের কাজে প্রতিবেশি এবং বন্ধু বান্ধবরা কেউই এগিয়ে আসেনি। গোটা রাত স্বামীর দেহ আগলে রাখেন মৃত বিজেপি নেতার স্ত্রী এবং তাঁর মেয়ে।

bchbdkhbdh

পরবর্তীতে এই খবর তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী বুদুন শেখের কাছে পৌঁছোতেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এগিয়ে আসেন তিনি। তাঁরা নিজেরাই মৃত বিজেপির বুথ সভাপতি অনুপ মুখার্জির দেহ কাঁধে করে কেতুগ্রামের উদ্ধারণপুরে শ্মশানে নিয়ে যায়।

একদিকে যেখানে গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসার খবর ছড়িয়ে পড়েছে, সেখানে কিছুটা নজিরবিহীন কাজ করল এই তৃণমূল সদস্যরা। স্থানীয়রা এগিয়ে না আসলেও, বিরোধী দলের নেতার মরদেহ নিজেরাই কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন। শুধু তাই নয়, দাঁড়িয়ে থেকে সৎকারও সম্পন্ন করল। বাংলার বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা সৌজন্যের উদাহরণ হয়ে থাকল।

Smita Hari

সম্পর্কিত খবর