দলাদলি ভুলে ধর্মের জন্য এক! বীরভূমে তৃণমূল-বিজেপির সৌজন্যে রামনবমীর শোভাযাত্রা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ বৃহস্পতিবার, গোটা দেশের পাশাপাশি রাজ্যজুড়ে পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। বেরিয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে একই চিত্র। বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ধর্মীয় শোভাযাত্রা বের হচ্ছে। তবে এরই মধ্যে নজির গড়ল বীরভূম (Birbhum)।

যেখানে বিভিন্ন জায়গায় তৃণমূল এবং বিজেপি পৃথকভাবে রামনবমীতে নিজেদের ক্ষমতা প্রদর্শনে নেমেছে সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমের দুবরাজপুর শহরের চিত্রটা একেবারেই ভিন্ন। সেখানে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি (BJP-TMC)। অভিনব এই দৃশ্য মন জয় করে নিয়েছে অনেকেরই।

সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় দেখা গেল বিজেপি বিধায়ক এবং স্থানীয় দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, বিজেপি কর্মী সমর্থক ও তৃণমূল কর্মী সমর্থকরা সবাই একত্রিত হয়ে একত্রিত হয়ে এদিন রামনবমীতে শামিল হয়েছেন। যদিও তাদের এই রামনবমী উদযাপনে কোনরকম রাজনৈতিক পতাকা দেখা যায়নি।

ramnavami

দলাদলি ভুলে ধর্মের জন্য এক হওয়ার এই শোভাযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ” এই শোভাযাত্রায় প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। সমস্ত দলাদলি ভুলে আজ রামের আরাধনায় সকলে এক হয়েছেন। রামনবমী সকলের, তাই ভেদাভেদি ভুলে রামের নামে আমরা একজোটে বেড়িয়েছি।”

পাশাপাশি তৃণমূল নেতা পীযুষ পান্ডে বলেন, “রামনবমী বিজেপির কোনো কর্মসূচি নয়, রামচন্দ্র সকলের, তাই আজ তার জন্মদিন উপলক্ষে সকলে মিলিত হয়েছি। এখানে কোনো রাজনীতির বিষয় নেই। হিন্দু ধর্মের প্রাণপুরুষের আরাধনায় আমরা সকলে শোভাযাত্রায় বেড়িয়েছি। “

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X