গ্রামে গ্রামে গিয়ে রাত কাটাবেন তৃণমূলের সাড়ে তিনশো নেতা! পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা অভিষেকের

বাংলা হান্ট ডেস্ক : আজ সোমবার নজরুল মঞ্চ থেকে বড় সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কর্মসূচির মাধ্যমে গোটা সংগঠনকে পঞ্চায়েত নির্বাচনের আগে চাঙ্গা করতে চাইলেন অভিষেক। এদিন ‘দিদির সুরক্ষা কবচ’ নামের একটি কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল (TMC)। এই কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, আবাস-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সরকারি প্রকল্প রয়েছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

জানা যাচ্ছে, আগামী ১১ জানুয়ারি থেকে দু’মাস ধরে তৃণমূলের প্রায় সাড়ে তিন লক্ষ ভলান্টিয়ার মানুষের বাড়ি বাড়ি যাবেন। মোট দু’কোটি বাড়ি ও ১০ কোটি মানুষের কাছে পৌঁছতে চায় তৃণমূল। এরই সঙ্গে দলের রাজ্যস্তরের সাড়ে তিনশ (State Level 350 Leaders) নেতা অঞ্চলে অঞ্চলে পৌঁছে ১০ দিন সেখানে কাটাবেন। এমনকি রাতেও থাকবেন ওই এলাকাতেই।

abhishek

দিদিকে বলো শুরুর আগেও সমস্ত বিধায়কদের এইভাবে গ্রামে পাঠিয়েছিল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘দলের ছোটরা এই কর্মসূচির নাম দিয়েছে সুরক্ষা কবচ। মূল ব্যাপার হল, মানুষের দরজায় যাবে তৃণমূল। নেতারা এলাকায় এলাকায় গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনবেন, সংশ্লিষ্ট অঞ্চলের বিশিষ্টজন, স্বাধীনতা সংগ্রামীদের দুয়ারে দুয়ারে পৌঁছবেন। যে সব এলাকায় কোনওদিন যাওয়া হয় না, সেই এলাকাও ছুঁয়ে আসতে হবে এই নেতাদের। সেখানকার ধর্মীয়স্থানে যাবেন, সেখানে কোনও বিখ্যাত বা দর্শনীয় বিষয় থাকলে তা ঘুরে দেখবেন। এক সঙ্গে এত জন মানুষ কোথায় গেলে তো ভালই লাগে। পিকনিকের মতো ব্যাপার হবে।’

মানুষের ক্ষোভ দিনের পর দিন জমতে জমতে ভয়ংকর আকার নিতে পারে। কিন্তু তাঁরা যদি সেই ক্ষোভ প্রকাশ করার সুযোগ পান তাহলে অনেকটাই হাল্কা হয়ে যান বলে মনে করছে জোড়া ফুল শিবির। একদিকে সরকারের কর্মসূচি নিয়ে স্বেচ্ছাসেবকরা যাবেন মানুষের দুয়ারে। পাশাপাশি রাজ্য স্তরের নেতারা একেবারে নীচে নেমে মানুষের সঙ্গে কথা বলবেন

Sudipto

সম্পর্কিত খবর