বাড়ি নির্মানের টাকা আর্তস্বাদ করলো তৃনমূল গ্রাম কমিটির সদস্য,অভিযোগ ভুক্তভোগীদের

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ- বাড়ি নির্মানের টাকা আর্তস্বাদ করার অভিযোগ উঠলো তৃনমূল গ্রাম কমিটি সদস্য আকবর আলীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,ইলামবাজর থানার অন্তর্গত বারুইপুর অঞ্চলে।

IMG 20190808 WA0017

স্থানীয় সূত্রে জানা গেছে যে, আকবর আলি বারুইপুর গ্রামের তৃণমূল গ্রাম কমিটি সক্রিয় সদস্য। ওনার স্ত্রীর এক নাম কে দুবার ব্যাবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি ও একই সঙ্গে আরও একটি বাড়ি নির্মাণের টাকা আর্তস্বাদ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা ইলামবাজর ব্লক দপ্তরের আধিকারিক সহ জেলা শাসককে লিখিত অভিযোগ জমা করেছে। অভিযোগের ভিত্তিতে ইলামবাজর ব্লক দপ্তরের আধিকারিক ও পুলিস ঘটনাস্থলে এসে বাড়ির ছবি ও আকবরের স্ত্রীর ছবি তুলে নিয়ে যায় ও টাকা ফেরত দেবার কথা জানায়।

IMG 20190808 WA0016

স্থানীয়রা আরোও জানায় যে,সংখ্যালঘু বাড়ি নির্মাণ এর জন্য ১ লক্ষ ৩৫০০০ হাজার টাকা ও প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির জন্য ৩ লক্ষ ৬৮০০০ হাজরা টাকা এই দুই মিলিয়ে মোট ৫ লক্ষ ৩ হাজার টাকা আর্তস্বাদ করেছে আকবর। আবার ওই দিনেই রাজ্যের মৎস মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জনসংযোগ যাত্রা মধ্যে দিয়ে গ্রামে রাত বাস করেন উনিও তেমোন কিছু সুরহা করেতে পারেনি এই বিষয়ে। আমারা একাধিক দিদিকে বলো নম্বরে ফোন করছি কমপক্ষে ৫০ বার। কিন্তু একবারও লাইনে পায়নি।

IMG 20190808 WA0018

উল্টে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জোনাল সম্পাদক দুলাল রায় চরা সুরে হুমকি দিয়ে সমস্ত বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন,’যাদের নামে অভিযোগ উঠেছে তারা কাটমানি নিয়ে থাকলে ফেরত দিয়ে দেবে।’

অপরদিকে রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান যে,’আমি ঝাড়খন্ড রাজ্যে বিশেষ কর্মসূচি তে আছি। জেলায় ফিরে ঘটনাটি খতিয়ে দেখবো। এই অভিযোগটি সত্যি হলে গ্রামে স্থানীয়দের পাশে থাকবো।’

এই বিষয়ে ইলামবাজারের বিরোধী সংগঠন বিজেপি নেতৃত্ব জানান যে,’ইলামবাজারে ধল্লা ও বারুইপুর অঞ্চলে তৃণমূল জনসংযোগ যাত্রায় মন্ত্রী অসাফল্য।উনি আসার পর থেকেই গ্রামের স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন । এবারও নিশ্চিত ২০২১এ বিধানসভা নির্বাচনে কুপকাত হয়ে পড়েবে তৃণমূল।’


Udayan Biswas

সম্পর্কিত খবর