তমলুকে শুরু অভিজিৎ ম্যাজিক! BJP প্রার্থী জিততেই যা হল… একেবারে থ সকলে

   

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে বিজেপির ফল ভালো না হলেও লোকসভা নির্বাচনে (Loksabha Election) নজর কেড়েছে তমলুক (Tamluk)। বঙ্গে বিজেপির ভরাডুবির মাঝেও তৃণমূলের (Trinamool Congress) ‘ছোকরা’ দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ৭৭ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের কিছুদিন আগেই বিচারপতির পদ ত্যাগ করে বিজেপিতে নাম লেখান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তারপরই ভোটের ময়দানে বিরাট সাফল্য। ‘অধিকারী গড়’ হিসেবে খ্যাত তমলুকে গেরুয়া শিবিরকে জয় এনে দিয়েছেন প্রাক্তন বিচারপতি। লোকসভা ভোটে বঙ্গ বিজেপি প্রার্থীদের মধ্যে তার নাম ছিল সর্বাধিক চর্চায়। প্রতিদ্বন্দ্বি তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে হারিয়ে শুভেন্দুর জমিতে ফের জয় পেয়েছে বিজেপি।

‘অধিকারী গড়’ নন্দীগ্রাম (Nandigram) বিধানসভায় বিজেপির (BJP) লিড ছিল ৮,২২৭ ভোটের। আর বিজেপির কাছে পরাজয়ের পর এবার পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা। পদত্যাগ করে রবীনবাবু বলেন, আগামী দিনে দলকে ঝাড়াই বাছাই করা হোক এটাই চাই।

এদিকে ভোট মিটতেই ব্লক যুব তৃণমূল সভাপতির পদত্যাগের কারণে অস্বস্তিতে শাসকদল। এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলেন, ও যথেষ্ট পরিশ্রম করেছে, পদত্যাগ করতে হলে অন্য নেতাদের পদত্যাগ করা উচিৎ। অন্যদিকে ব্লক সভাপতির পদত্যাগ নিয়ে আসরে নেমেছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, অনেক তৃণমূল নেতাই আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে, এরপর কী হয় দেখতে থাকুক রাজ্যবাসী।

tmc and bjp flags

আরও পড়ুন: শিরোনামে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’, মোট কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অভিষেকের?

প্রসঙ্গত, সপ্তম দফা ভোটে নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে তমলুক। বিজেপির বিরুদ্ধে কারচুপি, ভোট লুঠ সহ একাধিক অভিযোগ তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রেজাল্টের পর তৃণমূলের হেরে যাওয়া প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকেও বকুনি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর