বাংলা হান্ট ডেস্কঃ সর্বদা তিন জন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরাঘুরি করেন। তারপরেও পুলিশের কাছে আরও এক নিরাপত্তা রক্ষীর দাবি করে বসলেন বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল। কিন্তু হঠাৎ নিরাপত্তা বাড়ানোর জন্য তাঁর এই দাবির পেছনে কারণ কি? এদিন নিজেই সেই রহস্যের উন্মোচন করলেন তৃণমূল নেতা।
জানা যাচ্ছে, সমাজ বিরোধী এবং এলাকার মাফিয়াদের হুঁশিয়ারি ও পেশী প্রদর্শনের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্যই এদিন পুলিশ প্রশাসনের কাছে চিঠি লেখেন শ্যামল বাবু। চিঠির মাধ্যমে আরো এক নিরাপত্তা রক্ষী চাইলেন তৃণমূল বিধায়ক।
এদিন পুলিশকে চিঠি লিখে তিনি জানান, “এলাকার উন্নয়ন, মানুষের স্বার্থ রক্ষা এবং নানান কাজে আমাকে সর্বত্র ঘুরে বেড়াতে হয় এবং এর ফলে কোনো কোনো সময় আমাকে সমাজ বিরোধী, মাফিয়া এবং তোলাবাজদের হুমকিরও মুখোমুখি হতে হয়।” এই কারণেই বর্তমানে তিনি নিরাপত্তা রক্ষী বাড়ানোর দাবিতে বারুইপুর পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, “আমাদের এলাকায় কিছু তোলাবাজ এবং মাফিয়ারা বিভিন্ন বেআইনি কাজ করার মাধ্যমে নিজেদের স্বার্থ সিদ্ধি করে চলেছে। এই কাণ্ড তারা বহুদিন ধরেই করে চলেছে। তাদেরকে আটকাতে গেলে উল্টে আমাকে হুমকি পর্যন্ত দেয় তারা। তাই আমি গোটা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং আমার নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেছি। বর্তমানে চিঠি পেয়ে প্রশাসন আমায় আশ্বস্ত করেছে।” তবে বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এখনও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি।