হাঁটু, দাঁত ভাঙার হুমকি অতীত! এবার নিশীথের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি উদয়নের

বাংলাহান্ট ডেস্ক : আবারও বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার নিদান দিলেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ করে বলেন, ভোটে জেতার পর থেকেই আর এলাকায় দেখা যায়নি নিশীথকে। উদয়নবাবুর এই মন্তব্য ঘিরে মারাত্মক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় গেরুয়া শিবির।

বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে জেতার মধ্যে দিয়ে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। গত লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল হেরে গিয়েছে। নিশীথ প্রামাণিক জয়ী হওয়ার পর এলাকায় ঢোকেনি।’ এরপর মন্ত্রী আরও বলেন, ‘এই লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপরে নেওয়ার বন্দোবস্ত করতে হবে। আপনারা সেইভাবে এলাকায় এলাকায় মানুষকে তৈরি করবেন।’

উদয়নের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন কোচবিহারের বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, মন্ত্রী উদয়ন গুহর পাশে লোকই নেই। নিজের বিধানসভা এলাকাতেই কোণঠাসা অবস্থা তাঁর। তাই এই ধরণের বিতর্কিত মন্তব্য করে সংবাদমাধ্যমে থাকার আপ্রাণ চেষ্টা করছেন। তবে গতবার লোকসভায় যেভাবে তিনি যোগ্য জবাব পেয়েছিলেন এবার পঞ্চায়েত এবং লোকসভাতেও মানুষ তাঁকে যোগ্য জবাব দেবেন।’

সপ্তাহখানেক আগেই হাঁটু ভাঙার দাওয়াই দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তা নিয়েও বিভিন্ন মহলে অনেক সমালোচনা হয়। আবার দিন কয়েক আগে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়ার হুমকি দেন তিনি। কোচবিহারের ভেটাগুড়িতে দলীয় এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায় বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বোমা-বন্দুকের রাজনীতি করলে দাঁত তুলে নেওয়া হবে।’ তাঁর কথা সমর্থন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এদিন তিনি বলেছিলেন, ‘সন্ত্রাসের রাজনীতি করলে সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত তুলে নেওয়া হবে।’ এবার সরাসরি বিজেপি সাংসদের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুমকি দিলেন রাজ্যের মন্ত্রী। তবে বিজেপির রাজ্য স্তর থেকে এই মন্তব্যের পাল্টা কোনও জবাব আসেনি বলেই জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর