‘‌লোকের টাকায় মদ মাংস খাবেন, আর ভুগবে দল?’ মুখ্যমন্ত্রীর পর এবার কড়া ডোজ উদয়নের

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতি নবান্নে উচ্চপর্যায়ে বৈঠকে রাজা জুড়ে জমি দখলের অভিযোগ কানে আসতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর রোষের হাত থেকে রেহাই পাননি কোনো নেতা-মন্ত্রী। এমনকি ধমক খেয়েছেন পুলিশ অফিসারেরাও। এবার সেই একই সুর শোনা গেল রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) গলাতেও।

শুক্রবার  সরাসরি দলের নেতা কর্মীদের আক্রমণ শানিয়েছেন তিনি।  প্রসঙ্গত এ বছর লোকসভা নির্বাচনে কোচবিহারে দাপট দেখিয়েছে তৃণমূল। আর মাত্র দু’বছর পর ২০২৬ সালেই আসছে বাংলার বিধানসভা নির্বাচন। আর এই আসন্ন নির্বাচনে আগের সাফল্য ধরে রাখার জন্য দলের নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন দিনহাটার বিধায়ক।

   

এদিন কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে। সেখানেই কড়া হুশিয়ারি দিয়ে উদয়ন গুহ এদিন বলেন, ‘বেশ কিছু অভিযোগ আসছে। কোথাও যদি শুনি কারও দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ–মাংস খাওয়া হচ্ছে, তাহলে তার দল করার প্রয়োজন নেই। লোকেদের থেকে টাকা নেবেন, মদ–মাংস খাবেন আর ভুক্তভুগী হবে দল? আপনার দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে? এসব করলে তাঁর দল করার দরকার নেই।’‌

আরও পড়ুন: এবার পুরসভার দখলে যাবে কলকাতার মালিকানাহীন সম্পত্তি! বিরাট ঘোষণা বিরাট ফিরহাদ হাকিমের

এই সংবর্ধনা অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে, দলের অঞ্চল সভাপতিদের উদ্দেশে উদয়নের কড়া বার্তা, ‘‌ভোট মিটতেই হঠাৎ করে কাউকে বিজেপি বানিয়ে তাঁকে আক্রমণ করা হচ্ছে। বলা হচ্ছে, ও বিজেপিকে ভোট দিয়েছে। এগুলি যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।’‌

udayan

কিন্তু কেন এমন কড়া বার্তা দিলেন উদয়ন গুহ?‌ জবাবে এদিন মন্ত্রীর  ব্যাখ্যা, ‘‌নানা জায়গায় হচ্ছে। এখানে যাতে না হয়, তার জন্যই এই সতর্কবার্তা। মনে রাখবেন, আমরা মেরে কাউকে হাসপাতালে পাঠাইনি। তবে এখানে এমন পরিস্থিতি কেউ করলে তাঁর এমন করব যে তিনি রাজনীতি করার মানুষ পাবেন না।’‌

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর