বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। একদিন আগেই মালদহে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর পাওয়া গিয়েছিল।
সেদিন তৃণমূলের বিধায়কের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মালদহ যুব তৃণমূলের সহ সভাপতি বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো।
আজ রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা হামলা হয়েছে। এই হামলায় তৃণমূলের অপর একটি গোষ্ঠীর দিকে আঙুল উঠছে। জানা গিয়েছে যে, মন্ত্রী জাকির হোসেনকে ঘিরে ধরে বোমাবাজি করে দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে হামলা হয়েছে রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর।
মন্ত্রী জাকির হোসেনকে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওনার সঙ্গে ওনার কয়েকজন সঙ্গীও আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। নিমতিতা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটেছে।