‘দোতলা বাড়ির মালিক আবাস যোজনার টাকা পেলে চাকরি যাবে BDO-র’, হুঁশিয়ারি দিয়ে বিতর্কে TMC MLA

বাংলা হান্ট ডেস্ক : বিস্ফোরক বয়ান তৃণমূল নেতার (TMC Leader)। কোনও দোতলা বাড়ির মালিক যদি আবাসন যোজনার টাকা পান তাহলে এলাকার বিডিওর চাকরি থাকেবে না! সরকারি আধিকারিকদের উদ্দেশে এমনই মন্তব্য করে বিপাকে পড়লেন বাঁকুড়ার (Bankura) তালড্যাংরার তৃণমূল বিধায়ক (TMC MLA) অরূপ চক্রবর্তী। অরূপের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে পদ্ম শিবির। অবশ্য বাঁকুড়ার তৃণমূল নেতৃত্ব দলের বিধায়কের পক্ষই নিয়েছেন। তাঁদের এমন কোনও ঘটনা হয়ত বিধায়কের নজরে এসেছে, তাই উনি এই মন্তব্য করেছেন।

দিন কয়েক আগে বাঁকুড়ার তালড্যাংরায় সভা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার সেখানেই আবার সভা করেন অরূপ চক্রবর্তী। সভায় তিনি বলেন, ‘গরিব মানুষ ঘর পাক, এটা আমরা চাই। কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই এলাকার বিডিওর চাকরি থাকবে না। আমি বিধানসভায় দাঁড়িয়ে সেই আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে সরকারি পদ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব।’ এই ব্যাপারে খবর রাখার জন্য জেলা নেতৃত্বের কাছে আবেদনও জানান তিনি। সম্প্রতি আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে শাসক দলের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে অরূপের মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

   

arup

অরূপের মন্তব্যের তীব্র কটাক্ষ করে বিজেপি। বাঁকুড়ার পদ্ম বিধায়ক নীলাদ্রিশেখর দানা বলেন, ‘শুধু আবাস নয়, বিভিন্ন ক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে। আমরা এত দিন সেটাই বলে আসছি। এ বার সেই বক্তব্যেই সিলমোহর দিলেন অরূপ চক্রবর্তী। তাঁর বোধোদয় হয়েছে।’

অরূপ চক্রবর্তীর মন্তব্য নিয়ে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র জানান, ‘বিডিওকে হুঁশিয়ারি দেওয়া হয়নি। আবাস যোজনার সঙ্গে কোনও ভাবে দল যুক্ত নয়। সমস্ত কিছুই করছে প্রশাসন। কারও দোতলা বাড়ি থাকে সত্ত্বেও আবাস যোজনায় নাম রয়েছে, এমন ঘটনা ওই বিধায়কের নজরে এসে থাকতে পারে। সেই কারণেই হয়ত এ কথা বলেছেন তিনি।’

ad2
Avatar
Sudipto

সম্পর্কিত খবর