মা সারদা, রাসমণি অতীত! এবার মুখ্যমন্ত্রীকে ভগিনী নিবেদিতার আসনে বসালেন তৃণমূল বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রানী রাসমণির তুলনা, আবার কখনো মা সারদার! বর্তমানে বঙ্গ রাজনীতির শিরোনামে উঠে এসেছে এ সংক্রান্ত প্রসঙ্গ। মনীষীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর তুলনা করার প্রসঙ্গে শাসকদলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধী দলগুলি। তবে এর মাঝে আবার গতকাল ভগিনী নিবেদিতার (Sister Nivedita) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে বসলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার (Bagda) তৃণমূল (Trinamool Congress) বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das)।

তাঁর দাবি, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাওয়া যায়।” ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি এবং সিপিএম। সম্প্রতি মা সারদার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তুলনা টেনে বসেন তৃণমূল নেতা নির্মল মাজি। আর এবার সেই ধারাকে বজায় রেখে সিস্টার নিবেদিতার সঙ্গে তাঁর তুলনা টানলেন বিশ্বজিৎ দাস।

গতকাল একুশে জুলাই-এর প্রস্তুতি সভা থেকে তাঁর দাবি, “পশ্চিমবঙ্গে কন্যাশ্রী থেকে শুরু করে অন্যান্য একাধিক প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষের জন্য সর্বদা কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে মানুষের জন্য সেবা করে চলেছেন তিনি, এমন মানুষ ভারতে মিলবে না।” এরপরে বাগদার তৃণমূল বিধায়ক বলেন, “আমরা ভগিনী নিবেদিতাকে চোখে দেখিনি। সকলেই শুনেছি যে, উনি কিভাবে মানুষের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তবে বর্তমানে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি। তিনি মানুষের সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে চলেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে আমরা সিস্টার নিবেদিতার ছায়া দেখতে পাই।”

এরপরেই গোটা বাংলা জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, “পেছনের সারি থেকে সামনের দিকে উঠে আসার জন্য বিশ্বজিৎ দাস এহেন  মন্তব্য করেছেন।” উল্লেখ্য, প্রথমে তৃণমূল কংগ্রেসে থাকলেও পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন বিশ্বজিৎ। অবশ্য কয়েকদিনের মধ্যেই মোহভঙ্গ হয় এবং পুনরায় শাসক দলে ফিরে আসেন তিনি আর এবার তাঁর এই মন্তব্য বঙ্গ রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করেছে। এক্ষেত্রে তাঁর দাবি, “সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ করে চলেছেন, সেই কারণেই তাঁর সঙ্গে ভগিনী নিবেদিতার তুলনা করেছি।”

এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এর আগেও মা সারদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন নির্মল মাজি আর এবার নিবেদিতার সঙ্গে তুলনা করা হলো। তবে নির্মল মাজির প্রমোশন দ্রুত হবে। এক্ষেত্রে সরকারের নজর টানার জন্যই এ সকল মন্তব্য করা হয়ে চলেছে।”

Sayan Das

সম্পর্কিত খবর