অসুস্থ হুমায়ুন কবীর! খাদ্যে বিষক্রিয়ার কারণে তৃণমূল বিধায়ককে নিয়ে আসা হল SSKM – এ

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎই অসুস্থ (sick) হয়ে পড়লেন ডেবরার (Debra) তৃণমূল বিধায়ক (TMC MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। শনিবার রাতে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল বলেই হাসপতাল সূত্রে খবর।

পারিবারিক সূত্র মারফত জানা যাচ্ছে, শনিবার সন্ধ্যায় নিজের অফিসে বসে কাজ করছিলেন। রাত আটটা নাগাদ হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সঙ্গে সঙ্গে বিধায়ককে ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এর পরই রাত ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার (food poisoning) কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক। আজ এসএসকেএম হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হবে বলেও জানা যাচ্ছে। সূত্রের খবর, গতকাল রাতে তিনি তেলেভাজা জাতীয় কোনও খাবার খেয়েছিলেন। তার জেরেই অসুস্থ হয়ে পড়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

হুমায়ুন কবীর চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার ছিলেন। অবসর নেওয়ার দুমাস আগেই তিনি চাকরি থেকে ইস্তফা দেন। কালনায় ঘাসফুল শিবিরের একটি জনসভায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি। একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিতও হন হুমায়ুন কবীর। একটা সময় হুমায়ুন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীও ছিলেন। তবে এই মুহূর্তে মমতার মন্ত্রিসভার সদস্য নন তিনি।

Sudipto

সম্পর্কিত খবর