বাংলা হান্ট ডেস্কঃ শুভেন্দুর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্য থেকে সূত্রপাত। এরপর জল অনেকদূর গড়িয়েছে। তবে তরজা এখনও থামেনি। এবার রাজ্যের বিরোধী দলনেতার গাড়ি রেজিনগর পেরোতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। পাল্টা জবাব দিয়েছে বিজেপি নেতৃত্ব।
হুমায়ুনের (Humayun Kabir) হুঁশিয়ারির পাল্টা কী বলল বিজেপি?
কয়েকদিন আগেই শুভেন্দুর ‘চ্যাংদোলা’ মন্তব্যের পাল্টা ‘ঠুসে দেওয়া’র হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন। লাগাতার বিস্ফোরক মন্তব্যের জেরে তাঁকে শোকজ করে তৃণমূল। তা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় ভরতপুরের বিধায়ক। সংবাদমাধ্যমে এই প্রসঙ্গে বলেন, শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ১১ তারিখ আমি কিছু কথা বলেছিলাম। ৭২ ঘণ্টা সময় দিই। মুসলিম বিধায়কদের নিশানা করে যে মন্তব্য করেছেন, তার থেকে সরে আসুন। ৭২ ঘণ্টার মধ্যে আপনি যদি সরে আসেন তাহলে কোনও সমস্যা নেই।
হুমায়ুন (Humayun Kabir) বলেন, কিন্তু ১২ তারিখ উনি আবার বলেন, ছাব্বিশে ক্ষমতায় আসলে দেখাব। আমাদের জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে। আমার কাছে দল আগে নয়। আমার কাছে জাতিসত্ত্বা আগে। শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদে না ঢুকতে দেওয়ার ‘চ্যালেঞ্জ’ নিয়েও মুখ খোলেন তৃণমূল বিধায়ক। স্পষ্ট জানান, এখনও অনড়, আগামীদিনে অনড় থাকব।
আরও পড়ুনঃ স্কুল শিক্ষকদের জন্য সুখবর! এবার হুড়মুড়িয়ে বাড়তে পারে বেতন! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?
হুমায়ুনের কথায়, আমি এক্ষেত্রে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হিসেবে সহকারি বিধায়কদের সমর্থন নিয়ে কথা বলছি না। মুর্শিদাবাদের সাধারণ মানুষ, মুসলিম সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সেই সম্প্রদায়কে যাচ্ছেতাইভাবে অসম্মান করেছেন, আহত করেছেন, জাতিগতভাবে, মুসলিম হওয়ায় উনি নিশানা করবেন আর মুর্শিদাবাদের মাটিতে ঘুরে বেড়াবেন, বিচরণ করবেন, এটা হতে দেব না। সেটা করতে গিয়ে জীবন চলে গেলে যাবে। তবে শুভেন্দুর গাড়ি রেজিনগর পেরোতে দেব না।
তৃণমূল (TMC) বিধায়কের হুঙ্কার, আমি যদি বেঁচে থাকি তাহলে তাঁকে কী করব সেটা সময়ই বলব। আর শুভেন্দু অধিকারীকে রেজিনগরের এনএইচ ৩৪ দিয়ে বেলডাঙার ওপর দিয়ে বহরমপুর হয়ে পৌঁছতে দেব না। আমার শক্তি আমি আগে দেখিয়েছি। আমি নিজের রেকর্ড ভাঙব। ২০১৪ সালে আমি একবার অধীর চৌধুরীকে চার ঘণ্টা রাস্তায় আটকে রেখেছিলাম।
এদিকে ইতিমধ্যেই হুমায়ুনের (Humayun Kabir) এই হুঁশিয়ারির পাল্টা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের জেলা নেতৃত্ব জানিয়েছে, শুভেন্দু অধিকারীকে নিয়ে আমরা রেজিনগর, বেলডাঙার রাস্তা দিয়ে আসব। শুভেন্দু-হুমায়ুনের এই তরজা নিয়ে আপাতত সরগরম বাংলা।