‘ওসি BJP-র দালাল’, দখল নিয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, থানা ঘিরলেন TMC বিধায়ক হুমায়ুন

বাংলা হান্ট ডেস্কঃ এ যেন ঠিক উলটপুরান! সম্প্রতি বিজেপির ‘নবান্ন অভিযান’ থেকে শুরু করে অন্যান্য একাধিক ইস্যুতে যে পুলিশের হয়ে সর্বদা সোচ্চার হতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সহ তৃণমূল (Trinamool Congress) দলকে, এবার সেই তাদের বিরুদ্ধেই বিক্ষোভ প্রদর্শনে অবতরণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

ঘটনার নেপথ্যে কারণ কি? গতকাল সন্ধ্যার সময় মুর্শিদাবাদের ভরতপুর এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে ভরতপুর থানা ঘেরাও করে ফেলে তৃণমূল বিধায়ক হুমায়ুন। একইসঙ্গে চলে পথ অবরোধ এবং পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ।

সূত্রের খবর, ভরতপুর থানার নিকট স্থানে জমিকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। উক্ত জমিতে পাঁচিল তোলাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় পুলিশের। পরবর্তীতে তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম এসে পুলিশকে তাদের কাজে বাধা দিলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এরপরই ঘটনাস্থলে এসে উপস্থিত হন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে এসে কাঁথি কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করার পাশাপাশি থানা ঘেরাও করেন তিনি। শুরু হয় কথা কাটাকাটি এবং সেখান থেকে পরিস্থিতি ক্রমশ ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছায়।

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, “আমাদের ওপর কর্তৃত্ব করার চেষ্টা করে চলেছিলেন ভরতপুর থানার ওসি। ওনার ঔদ্ধত্য দেখে আমরা অবাক। থানার সামনে জমি পাঁচিল দিয়ে ঘিরতে চেয়েছিলেন। উনি বিজেপির দালাল।”

humayun kabir 1 1

এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যে মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের হয়ে একাধিক সময় গলা ফাটাতে দেখা গিয়েছে তৃণমূল নেতা মন্ত্রীদের, সেই ক্ষণে তৃণমূল বিধায়কের থানা ঘেরাও এবং পরবর্তী পদক্ষেপ তৃণমূল শিবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলল বলেই মত বিশেষজ্ঞদের।

Sayan Das

সম্পর্কিত খবর