‘কোনও দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু’! গীতা হাতে বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোট যত এগোচ্ছে, ততই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। ঈদের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘গন্ধা ধর্ম’ মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে ‘সাফ করা’র হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই হিন্দু এলাকায় তৃণমূলকে নিষিদ্ধ করার ডাক দেন তিনি। এবার পাল্টা নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। কোনও দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু, এমনটাই দাবি করলেন তিনি।

ভগবত গীতা হাতে বিরাট দাবি হুমায়ুনের (Humayun Kabir)!

কয়েকদিন আগেই শুভেন্দু-হুমায়ুনের তরজায় তেতে উঠেছিল বাংলা। বিরোধী দলনেতার ‘চ্যাংদোলা’ মন্তব্যের পাল্টা ‘ঠুসে দেওয়া’র হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক। সেই জল গড়িয়েছিল বহুদূর। তার রেশ কাটতে না কাটতেই ফের বড় মন্তব্য করলেন হুমায়ুন।

সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, দাদা থেকে দাদু হয়ে যাবেন শুভেন্দু (Suvendu Adhikari)। তবে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া হবে না। এবার একই সুর শোনা গেল হুমায়ুনের গলায়। ভগবত গীতা হাতে শুভেন্দুকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন তিনি। মঙ্গলবার এই তৃণমূল বিধায়ক বলেন, ‘কোনও দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না শুভেন্দু অধিকারী’।

আরও পড়ুনঃ হাঁসফাঁস গরম অতীত! আজ থেকেই ঝড়বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গ! কবে কোন জেলা ভিজবে?

হুমায়ুন (Humayun Kabir) বলেন, ‘উনি কি হিন্দুদের ঠিকে নিয়ে বসে আছেন? উনি যদি বলেন মুসলিমদের তাড়িয়ে দেব, চ্যাংদোলা করে ফেলে দেব, মুসলিম কি ভীরু কাপুরুষের জাত? মুসলিম সিংহের জাত। এটা আমায় একজন বিডিও দিয়েছেন। কঠিন ভাষা। অক্ষর পড়তে কষ্ট হয়। তবুও আমি এটা রেখেছি। কারণ আমার অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে মনে করি’।

Trinamool Congress show causes MLA Humayun Kabir again

ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক এদিন বলেন, তিনি যেমন নিজের ধর্মের প্রতি আস্থাশীল, তেমনই অন্যের ধর্মেরও শ্রদ্ধা করেন। হুমায়ুন বলেন, ‘ওঁর লক্ষ্য একটাই। উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। এই ভগবত গীতা হাতে আমি বলছি, কোনও মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না’।

উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তার আঁচ টের পাওয়া যাচ্ছে। শাসক, বিরোধীর মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। এই আবহে শুভেন্দুকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন হুমায়ুন (Humayun Kabir)। রাজ্যের বিরোধী দলনেতা এর পাল্টা কোনও প্রতিক্রিয়া দেন কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X