‘মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করলে জিভ কেটে দেওয়া হবে’, হুমকি TMC বিধায়ক ইদ্রিস আলীর

বাংলা হান্ট ডেস্কঃ এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অপপ্রচার করলে জিভ কেটে নেওয়ার নিদান দিলেন মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলার তৃণমূল বিধায়ক (TMC MLA) ইদ্রিশ আলি (Idris Ali)। একদিকে দুদিন থেকে সাগরদিঘি উপনির্বাচন, কৌস্তভ বাগচীর গ্রেফতারির ইস্যুতে যথেষ্ট উত্তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহে এবার ইদ্রিশের মন্তব্য নিয়ে নয়া বিতর্ক শুরু হয়েছে।

ঠিক কী বললেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক? এদিন ইদ্রিশ আলি বলেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিথ্যা বই লিখে যে অপপ্রচার করবে তার জিভ কেটে দেওয়া হবে”, পাশাপাশি তার সংযোজন, “কেউ কেউ মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধতা করছেন। তাই ওই বই নিয়ে যদি আবার কেউ মিথ্যে ভাবে মুখ খোলে প্রয়োজনে আমরা তার জিভটা কেটে নেব। ”
বিধায়ক আরও বলেন, মুখ্যমন্ত্রীর ওপর আঘাত হলে পশ্চিমবঙ্গের মানুষ প্রাণ দিতে রাজি আছে।

idris ali

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসেরবিপুল জয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব দিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত IAS অফিসার দীপক ঘোষের লেখা বই নিয়ে সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ করেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী (Koustav Bagchi)।

কী বলেছিলেন কৌস্তভ? মমতার মন্তব্যের পর, সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, ‘দুটো whatsapp নম্বর দিয়েছি। দীপক ঘোষ মমতা কে নিয়ে যা লিখেছিলেন, তার সফট কপি চাইলেই যে কেউ পাবে। হুমকি ফোন আসছে। কোনও কিছু হলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে..’

এরপরই অবশ্য গ্রেফতার হতে হয় কৌস্তভকে। বহু টানাপোড়েনের পর শনিবারই কৌস্তভ জামিনে মুক্তি পেলেও এখনও কাটেনি বিতর্কের রেশ। এই আবহেই এবার এই বই প্রসঙ্গে মুখ খুললে জিভ কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন ভগবানগোলা বিধানসভার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলী। উল্লেখ্য, এই প্রথম নয় এর আগেও একবার বিজেপি কর্মীদের জিভ কেটে নেওয়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন ইদ্রিস আলী।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর