চাকরির দেওয়ার নামে টাকা নিয়েছে তৃণমূল বিধায়ক! অডিও ভাইরাল করে অভিযোগ চাকরিপ্রার্থীর

বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে শাসকদলের নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে নেওয়া হয়েছে টাকা! এমনই অভিযোগে জর্জরিত মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবন কৃষ্ণ সাহা। শুধু তাই নয়, ভাইরাল (Viral) হয়েছে বিধায়কের সঙ্গে অভিযোগকারীর কল রেকর্ডও। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গেছে গোটা এলাকায়।

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়কের সঙ্গে চাকরিপ্রার্থী গার্গী ঘোষের স্বামীর কথোপকথনের একটি কল রেকর্ড প্রকাশ্যে এসেছে। তবে ভাইরাল হওয়া অডিওর কণ্ঠটি তাঁর নয় বলেই জানিয়েছেন অভিযুক্ত বিধায়ক। অন্যদিকে, অভিযোগকারীর দাবি, চাকরির জন্য বিধায়ককে ধাপে ধাপে টাকা দিয়েছিলেন তিঁনি। কিন্তু তারপরও চাকরি হয়নি। এরপর প্রদান করা টাকা ফেরত চাইলেও বিধায়কের পক্ষ থেকে কোনও উত্তর পাননি।

এবিষয়ে অভিযুক্ত বিধায়ক জানান, মিথ্যে অপবাদ দিয়ে তাঁকে ফাঁসানো হচ্ছে, সমস্ত কল রেকর্ড ভিত্তিহীন। পাশাপাশি বিধায়ক বলেন, মানুষের স্বার্থে কাজ করেন তিঁনি। এসব করে তাঁকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে মাত্র। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্য।

তাঁদের দাবি, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, জেলার বাইরেও বহু চাকরিপ্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন বিধায়ক। পাশাপাশি যাদের চাকরি করে দিয়েছেন তাঁদের একাধিক জনেরই নাম বর্তমানের চাকরি বাতিলের তালিকায় উঠে এসেছে।

tmc flag

প্রসঙ্গত,বিধায়কের বিরুদ্ধে চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ এই প্রথমবার নয়। এর আগেও এমন ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে তাঁর বিরুদ্ধে। এবার ফের একবার পঞ্চায়েত ভোট পূর্বে এই একই অভিযোগ উঠে আসায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিধায়ক সহ শাসকদল তৃণমূল শিবির।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর