বাংলা হান্ট ডেস্কঃ গোটা এক বছর থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের বহু নেতা-মন্ত্রী। জেলেই দিন কাটছে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গত এপ্রিল মাসে সিবিআই (CBI) এর হাতে গ্রেফতার হন শাসকদলের এই নেতা।
বহুমাস ধরেই তিনি জেলে। এই দীর্ঘ সময়ের মধ্যে বারবার আবেদন করলেও তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালতের সাফ বক্তব্য, তার জামিন (Bail) এখনই হাতে আসার কোনও সম্ভাবনা নেই। এদিকে শুক্রবার আদালতে যাওয়ার পথে সেই জীবনকৃষ্ণ সাহার মুখেই উঠে এল হেভিওয়েট এক নাম। আর সেই নিয়েই তুঙ্গে শোরগোল।
ঠিক কী বললেন তৃণমূলের এই বিধায়ক? এদিন প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশে তিনি জোর গলায় বলেন, ”কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা আছে, তারা প্রমাণ করতে পারছে না। এর আগে আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। সেটা আগে তদন্ত করতে বলুন।”
আরও পড়ুন: আবহাওয়ায় শনির দশা! আজও এই ১১ জেলায় ঝেঁপে ঝড়-বৃষ্টি, কোথায় কোথায় সতর্কতা?
নিয়োগ দুর্নীতির ধৃতের এই অভিযোগ একপ্রকার শোরগোল ফেলেছে রাজ্যে। শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয় জীবনকৃষ্ণকে। তখনই সাংবাদিকরা তাকে তদন্ত নিয়ে প্রশ্ন করলেই নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) জোর আক্রমণ শানান নেতা।
আরও পড়ুন: দিনে দুপুরে ফের গুলি! শক্তিগড়ে সোনার দোকানের ভেতরে যা হল, দেখলে আঁতকে উঠবেন
প্রিসন ভ্যান থেকেই তার মন্তব্য, ”এটা কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা, তারা কিছু প্রমাণ করতে পারছে না। আপনারা তো দেখেছেন খবরের কাগজে মুড়ে টাকা নেওয়ার ছবি। তাকেই তো ধরতে পারছে না। আগে তার তদন্ত করুক।” এই শুনেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ”কার কথা বলছি আপনারা ভালই জানেন।”
স্পষ্ট ভাষায় বিধায়ক আরও বলেন, ”যার ফোন সিবিআই দপ্তরে আসে বারেবারে…দেখুন আপনারা তদন্ত করুন, পেয়ে যাবেন।” শুক্রবার ঠিক এভাবেই নারদা ইস্যু তুলে নাম না করে বিরোধী দলনেতাকে নিশানা করেন TMC MLA জীবনকৃষ্ণ।