বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক এখন গারদে। চারিদিক থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকা, বিপুল সম্পত্তি। এরই মধ্যে তৃণমূলের আরেক বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। দুপুর সাড়ে বারোটার থেকে মুর্শিদাবাদের বড়ঞ্চার বিধায়কের বাড়িতে রয়েছেন সিবিআইয়ের আধিকারিকরা। এরই মধ্যে অভিযোগ উঠেছে যে, তৃণমূল বিধায়ক তার দুটো মোবাইল ছুড়ে পাশের পুকুরে ফেলে দেন।
জানা গিয়েছে যে, তল্লাশি চলাকালীন বিধায়ক দৌড়ে গিয়ে তার দুটো মোবাইলই পুকুরে ফেলে দেন। তাহলে কী তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? যদিও সিবিআইয়ের আধিকারিকরাও নাছোড়বান্দা। তারা জল তোলার পাম্প এনে পুকুর থেকে জল তুলে মোবাইল উদ্ধারের চেষ্টা করছেন। jana গিয়েছে যে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আরো ছয়জন সিবিআই অফিসার বিধায়কের বাড়িতে যান। প্রায় বারো ঘন্টা হতে চলল বিধায়কের বাড়িতে সিবিআই হানার। আশঙ্কা করা হচ্ছে যে, বিধায়ককে গ্রেফতার করতে পারে CBI।
উল্লেখ্য, বিধায়কের বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ির দরজা। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করছেন তদন্তকারীরা। তল্লাশিতেও একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে দাবি।
সংস্থা সূত্রেই দাবি, ইতিমধ্যেই তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। জানা গিয়েছে নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় স্থানীয় এক এজেন্টে কৌশিকের নাম সামনে আসে। এরপরেই শুরু হয় খোঁজখবর। সিবিআই সূত্রে খবর, সেই এজেন্টের সূত্র ধরেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম উঠে এসেছে।