ইউসুফদের বিজয়া সম্মেলনীতে নেই! নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়ে পুড়ল কপাল? জীবনকৃষ্ণ বললেন…

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের একাধিক হেভিওয়েটের। তাঁদের মধ্যে অন্যতম হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। একসময় ইডি হানার মুখে পড়ে মোবাইল ফোন ছুঁড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। যে ঘটনা নিয়ে তুমুল শোরগোল হয়েছিল। এবার তাঁকে বাদ দিয়েই বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান সহ অন্যান্য জেলা এবং স্থানীয় নেতৃত্বকে নিয়ে বিজয়া সম্মেলনী হয়ে গেল।

  • দলের কাছে ব্রাত্য জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha)?

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) প্রথমে সিবিআইয়ের নজরে পড়েন বড়ঞার তৃণমূল বিধায়ক। এরপর ইডির স্ক্যানারেও চলে আসেন তিনি। বর্তমানে অবশ্য জামিনে মুক্ত জীবনকৃষ্ণ। তা সত্ত্বেও দেখা গেল, বিজয়া সম্মেলনীতে ডাক পেলেন না এই তৃণমূল নেতা। এই নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে।

সম্প্রতি বহরমপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ইউসুফ পাঠান সহ অন্যান্য জেলা এবং স্থানীয় নেতৃত্বকে নিয়ে বিজয়া সম্মেলনী আয়োজিত হয়েছিল। অথচ সেখানে তাৎপর্যপূর্ণভাবে দেখা মেলেনি বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণর। জেলা এবং স্থানীয় নেতৃত্বের কথায়, জীবনকৃষ্ণকে কোনও সাংগঠনিক কাজে যোগ দিতে দেওয়া হবে না। শুধুমাত্র বিধায়ক হিসেবে তিনি নিজের দায়িত্ব পালন করবেন। রাজ্য নেতৃত্বের তরফ থেকেই এমন নির্দেশ এসেছে।

আরও পড়ুনঃ ‘অপদার্থ-অযোগ্য’! SSKM হাসপাতালে কাঁচি-বিতর্ক! মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর

এই প্রসঙ্গে জীবনকৃষ্ণ বলেন, দলের এমন কোনও নির্দেশ সম্বন্ধে তিনি জানেন না। একইসঙ্গে জানান, বিজয়া সম্মেলনীর মঞ্চে তিনি ডাক পাননি, সেই কারণে যাননি। এদিকে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে।

Jiban Krishna Saha

উল্লেখ্য, নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ (Jiban Krishna Saha)। পরবর্তীতে ইডি স্ক্যানারে আসেন। জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই তৃণমূল বিধায়ক। চলতি বছর মে মাসে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। এবার তাঁকেই বিজয়া সম্মেলনীর মঞ্চে না দেখা নিয়ে শুরু হয়েছে নয়া রাজনৈতিক তরজা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর