একই সঙ্গে বিধায়ক ও শিক্ষকের বেতন! দেড় লক্ষ থেকে এবার ১৮ হাজারে নামতে পারে জীবনের আয়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে নিয়োগ দুর্নীতির অধ্যায়ে নতুন সংযোজন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক (TMC MLA) জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। বর্তমানে দুর্নীতির দায়ে সিবিআই হেফাজত তিনি। শাসকদলের এই বিধায়কের সম্পত্তির পরিমান শুনে বর্তমানে চোখ কপালে সকলের। গাড়ি, বাড়ি, বিঘার পর বিঘা জমি কী সেই তার সম্পত্তির তালিকায়। শুধু তৃণমূলের বিধায়ক হয়েই এত প্রতিপত্তি? না একেবারেই নয়। বিধায়কের পাশাপাশি এক স্কুলের শিক্ষকও তিনি।

তবে বিধানসভা সূত্রের খবর, এবার এক ধাক্কায় অনেকটাই কমতে পারে তৃণমূলের ‘হেভিওয়েট’ বিধায়ক জীবনকৃষ্ণর সম্পত্তির পরিমান। সাথেই বন্ধ হওয়ার মুখে জেলবন্দি জীবনের শিক্ষক হিসাবে প্রাপ্ত বেতনও। শিক্ষা দফতর তরফে বিধায়কের মাসিক বেতন বন্ধ করা হতে পারে বলে সূত্রের খবর। একূল ওকূল সবটাই খোয়াতে চলেছেন তৃণমূলের জীবন।

কোটি কোটি টাকার দুর্নীতির দায়ে অভিযুক্ত যিনি, এক ধাক্কার তার মাসিক আয় নেমে যেতে পারে ২০ হাজারেরও নীচে। সিবিআই এর হাতে গ্রেফতারির পরই জানা যায় বিধায়কের বেতনের পাশাপাশি স্কুল শিক্ষক হিসাবেও বেতন তুলতেন তিনি। তবে স্কুলে যাওয়ার বালাই নেই। দীর্ঘদিন ছুটিতে ছিলেন বিধায়ক। তবে মাসিক বেতন ঢুকে যেত ঠিক সময় মতোই। সব মিলিয়ে প্ৰতি মাসে জীবনের বেতন ছিল প্রায় দেড় লক্ষের কাছাকাছি।

tmc mla jiban krishna saha ,,

প্রসঙ্গত, প্ৰতি মাসে রাজ্যের বিধায়করা ১৮ হাজার টাকা বেতন পান। পাশাপাশি স্ট্যান্ডিং কমিটির বৈঠকে হাজিরার ভাতা সহ অন্যান্য ভাতা সব মিলিয়ে মাসিক প্রায় ৮২ হাজার টাকা পান বিধায়করা। তবে বর্তমানে জীবনকৃষ্ণ জেলে। তাই ৮২ হাজার কাটা। এবার থেকে বিধায়কের মাসিক আয়ের অংক কমে হতে চলেছে ১৮ হাজার। সব মিলিয়ে ঘোর বিপদে তৃণমূলের জীবন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X