দল ছাড়লেন আরও এক তৃণমূল বিধায়ক! যোগ দিলেন বিজেপিতে

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ পাওয়ার পর থেকেই তৃণমূলের নেতাদের মধ্যে চরম বিক্ষোভ দেখা গিয়েছে। যারা যারা টিকিট পাননি, তাঁরা একদিকে যেমন কান্নাকাটি করেছেন তেমনই আরেকদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষারোপ করেছেন। তৃণমূল বিধায়ক সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ বুদ্ধির কামনা করেছেন। আরেকদিকে তৃণমূলের দাপুতে নেতা আরাবুল ইসলাম দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি যে আর তৃণমূলে থাকছেন না, সেটারও ইঙ্গিত দিয়েছেন।

arabul islam

এছাড়াও বীরভূমের নলহাটি থেকে তৃণমূল বিধায়ক মইনুদ্দিন সামস দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন, আমি টুপি পরা মুসলিম বলে পাথর আর বালি মাফিয়াদের সঙ্গে আপোষ করিনি। আর সেই কারণে দল আমাকে প্রার্থী করেনি। এরপর তিনি তৃণমূল ছাড়ার ঘোষণা করেন।

আর আজ তৃণমূলের আরেক বিধায়ক দল ছাড়লেন। তিনি দল ছেড়ে একেবারে গেরুয়া শিবিরে নাম লেখালেন। শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী আজ দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। টিকিট না পাওয়ার ক্ষোভেই তিনি দল ছেড়েছেন বলে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে, বিজেপিতে কোনও স্বার্থ নিয়ে যোগ দেননি তিনি। শুধু বিজেপির হয়ে কাজ করার জন্য বিজেপিতে গেছেন বলে জানান জটুবাবু।

jatu lahiri


Koushik Dutta

সম্পর্কিত খবর