CPIM-র ফেসবুকে পেজের লাইভে তৃণমূল বিধায়ক, শোরগোল রাজ্য রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্কঃ সিপিএমের ফেসবুক পেজ থেকে লাইভে এলেন তৃণমূল বিধায়ক। এই ঘটনায় শোরগোল পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে।ঘটনা প্রকাশ্যে আসার পর আলিমুদ্দিনেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমারের সাংবাদিক বৈঠক কেন বামেদের পেজে, সেই নিয়েই চলছে তুমুল জল ঘোলা। বামেরা জানিয়েছে, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোটার তালিকা সহ বেশ কিছু বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন। ওই বৈঠকে তৃণমূলের মন্ত্রী বিধায়ক সুব্রত বক্সী ও দেবাশিস কুমার উপস্থিত ছিলেন। এছাড়াও বামেদের তরফ থেকে সেখানে উপস্থিত ছিলেন হাফিজ আলম সাইরানি ও রবিন দেব। বৈঠক শেষ করে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলাদা করে সাংবাদিক বৈঠক করেন। সেই সময় ঘটে যায় বিপত্তি।

এই বৈঠক লাইভ করার জন্য সিপিএমের ফেসবুক পেজের একটি টিম সেখানে উপস্থিত ছিল। আর তাঁরা বামেদের ফেসবুক পেজ থেকে তৃণমূল বিধায়কের সাংবাদিক বৈঠক লাইভ করে ফেলেন বলে জানা যায়। ঘটনা প্রকাশ্যে আসতেই তুলকালাম কাণ্ড বেঁধে যায়। এরপরই উপর থেকে নির্দেশ আসার পর লাইভ বন্ধ করে ভিডিও পেজ থেকে ডিলিটও করে দেওয়া হয়।

Debasish Kumar

এখন বামেরা এটা জানার চেষ্টা করছে যে, তাঁদের কোন ডিজিটাল সদস্যের টিম এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিল আর এই লাইভ করেছিল। জানা গিয়েছে যে, আলিমুদ্দিনের তরফ থেকে সেই টিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া হবে। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, সিপিএম দিশেহারা হয়ে গিয়েছে। আর এর থেকে এটা স্পষ্ট যে, নেত্রীর বক্তব্যই সবার বক্তব্য।


Koushik Dutta

সম্পর্কিত খবর