বাংলা হান্ট ডেস্কঃ সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)। তার আগে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। পায়ের তলার মাটি শক্ত করতে যখন মরিয়া সকলে সেই সময়ই সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের (TMC Mla Lovely Maitra) মন্তব্যে জোর বিতর্ক। ‘দল থাকলে রোজগার থাকবে’, সম্প্রতি এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূলের এই তারকা বিধায়ক।
দলের বুথ কমিটির একটি কর্মীসভায় প্রত্যাশিত ভিড় না হওয়ায় রেগে লাল তৃণমূল বিধায়ক। ‘কে কীভাবে রোজগার করে সব আমার জানা আছে। দল থাকলে রোজগার থাকবে। দল থাকলে সব থাকবে। দলে কী চলে না চলে সব খবর আমার কাছে চলে আসে। কে কোথা থেকে রোজগার করেন সব জানি।’
কর্মী-সমর্থকদের ভীড় কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করে লাভলি বলেন, ‘লোকসভা ভোটের আগে এটি একটি বুথ কমিটির সভার চেহারা হতে পারে না। যে বুথ থেকে লিড পাব না, সেই পঞ্চায়েত সদস্যকে সরে যেতে হবে। দল দলের মতো চলবে আর আপনি গ্রুপবাজি চালিয়ে যাবেন, তা হবে না। দল থাকলে তবেই রোজগার থাকবে।’
তৃণমূল নেত্রীর এই মন্তব্যের পরই উঠেছে সমালোচনার ঝড়। বিধায়কের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “দল ও রোজগার সমার্থক। মুখ্যমন্ত্রীর উচিত, পুলিশকে বলা বিধায়ককে জেরা করে কে কত রোজগার করেছেন, সেই তথ্য জানতে। তারপর সেই অনুযায়ী পদক্ষেপ করতে!”
আরও পড়ুন: লোকসভার আগেই ধামাকা! শীঘ্রই ৫% DA বাড়ছে সরকারি কর্মীদের! আপডেট দেখে খুশি সকলে
তোপ দেগেছে বিজেপিও। এই বিষয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূল করলে ৭৫-২৫ শেয়ার মেলে। রোজগার করার জন্যই তো তৃণমূলের রাজনীতি। তৃণমূলের এই সহজ সত্যি তুলে ধরার জন্য বিধায়ককে ধন্যবাদ জানাই।’