‘মমতাকে প্রাক্তন করতে গেলে ও নিজেই মমি হয়ে যাবে’, শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি মদনের 

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে পুরো দমে চলছে রাজ্যের নেতা-মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারির পর্ব। বারংবার শাসক দলের নিশানায় থাকছে রাজ্যের বিরোধী দল, ওপর দিকে স্বাভাবিকভাবেই গেরুয়া বাহিনীর নিশানার তীরে ঘাসফুল শিবির। এবার ফের একবার বিরোধী দলনেতাকে প্রকাশ্য হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)।

গতকাল বেলঘরিয়ায় এক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির (kamarhati) বিধায়ক মদন মিত্র। পাশাপাশি উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রধান গোপাল সাহা-সহ অন্যান্য নেতৃত্ব। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানান, “শুভেন্দু অধিকারী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন। কিন্তু ও জানে না যে তা করতে গেলে নিজে মিশরের মমি হয়ে যাবে।” পাশাপাশি বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিঁনি আরও বলেন, “কবে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়ে গেছে। কারণ যেভাবে বিজেপি নোংরামি করছে, যা অসভ্যতামি করছে, যেভাবে শুভেন্দু নোংরা অকথ্য কথা বলছে তাতে মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে। তাই আমরা আগে থেকেই ডাক্তারের ব্যবস্থা রাখছি।”

প্রসঙ্গত, শুক্রবার রানাঘাটে তৃণমূলের সভার পর পাল্টা সভা করে প্রকাশ্য সভায় শুভেন্দু অধিকারী বলেন (Suvendu Adhikari),‘‘আসল চোর কোথায় বসে আছে? চোদ্দো তলায় টেনে নামাতে হবে।’’ “দল একটা দায়িত্ব দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) হারাতে হবে। হারিয়েছি। আর একটা কাজ বাকি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করতে হবে। সে কাজটা আমি করব। আপনাদের নিয়েই করব।”

madan mitra

কার্যত বিরোধী দলনেতার এই মন্তব্যের পরই তাঁকে নিশানা করে এদিন পাল্টা হুঁশিয়ারির সুর চড়ান কামারহাটি বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র। সব মিলিয়ে দিন দিন পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই হুমকি-হুঁশিয়ারিতে লিপ্ত হচ্ছেন বঙ্গের রাজনৈতিক নেতারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর