‘সাব্বির মারলে আপত্তি থাকলে এবার আবির মারবে’! বিস্ফোরক মদন মিত্র

বাংলা হান্ট ডেস্কঃ সরস্বতী পুজো ঘিরে উত্তাল যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) যুব নেতা সাব্বির আলির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই কলেজের পড়ুয়ারা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই অত্যাচার চলছে। এই আবহে এবার মুখ খুললেন মদন মিত্র (Madan Mitra)। অভিযুক্ত সাব্বিরের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক।

সাব্বিরের পাশে দাঁড়িয়ে কী বললেন মদন (Madan Mitra)?

পুলিশ থাকলেও হাতে বাঁশ তুলে নেওয়া হচ্ছে। সম্প্রতি সাব্বির আলির বিরুদ্ধে এমনই অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরে এমন অত্যাচার চলছে বলে অভিযোগ জানিয়েছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের শিক্ষার্থীরা। এই আবহে মদনের বক্তব্য, ‘নিশ্চয়ই নোংরামি করেছে, সেই কারণে মেরেছে’।

রবিবার পুলিশি ঘেরাটোপে সরস্বতী পুজো (Saraswati Puja) হয়েছে। তা সত্ত্বেও ছাত্রীদের দাবি, কলকাতা হাইকোর্টের নির্দেশের পরোয়া না করেই ভেতরে প্রবেশের চেষ্টা করা হয়েছে। ওই কলেজের ছাত্রীদের অভিযোগ, সরস্বতী পুজো করতে চাওয়ার জন্য তাঁদের বাঁশ দিয়ে পেটানো, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্রাত্য বসু কলেজে গেলে একজন ছাত্রী বলেন, ‘শুধু হুমকিই দেয়নি, হাতে বাঁশও তুলে নিয়েছে’। এই বিতর্কের আবহেই সাব্বিরের পাশে দাঁড়ালেন মদন মিত্র।

আরও পড়ুনঃ DA অতীত! একধাক্কায় ২৫% বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ‘এই’ ভাতা! জারি নয়া বিজ্ঞপ্তি

কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক বলেন, ‘সাব্বির আলি পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি! উত্তম কুমার বাঁশ দিয়ে মারলে ভালো হতো? বাংলায় হিন্দু মুসলিমের কোনও বিভেদ নেই’। এখানেই না থেমে সাব্বিরকে ‘বাচ্চা ছেলে’ সম্বোধন করে মদন আরও বলেন, ‘আমি আর সাব্বির একসঙ্গে জিম করি। সাব্বির বাচ্চা ছেলে। নোংরামো করেছে বলে মেরেছে। সাব্বির মারলে আপত্তি থাকলে এবার আবির মারবে’।

Madan Mitra RG Kar case

বিগত কয়েকদিন ধরেই সরস্বতী পুজো ঘিরে শিরোনামে রয়েছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। রাজ্যের শাসকদলের যুব নেতা সাব্বির আলির বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এই নিয়ে বিতর্ক চলছে। এই আবহে এবার তাঁর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। ইতিমধ্যেই তাঁর সেই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর