বাংলা হান্ট ডেস্কঃ এবার জোর বিতর্কে ‘কালারফুল বয়’ মদন মিত্র (Madan Mitra)। রাজ্যের স্কুলগুলিতে মিড ডে মিল (Mid Day Meal) পরিবেশনের দায়িত্বপ্রাপ্তদের বেতন ভাগ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র। তাঁকে বলতে শোনা গেল, ভারতের সংস্কৃতিতে নাকি আছে এক স্ত্রীকে পাঁচ জন স্বামী ভাগ করে খেতে পারে। মদনের এই মন্তব্যের পরই তীব্র কটাক্ষে সরব বিরোধীরা। বিরোধিতা করেছে তৃণমূলও। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) টুইটে মদন মিত্রের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।
প্রসঙ্গত, লাগাতার রাজ্যের মিড ডে মিল বিষয়ে একাধিক অভিযোগ ওঠায়, বর্তমানে তা সরেজমিনে খতিয়ে দেখতে বাংলায় পৌঁছেছে কেন্দ্রীয় দল। সেই পরিদর্শনে গিয়েই এক অদ্ভুদ বেনিয়ম কেন্দ্রীয় দলের নজরে পড়েছে। দেখা গিয়েছে ২৪ পরগনার একটি স্কুলে মিড ডে মিল পরিবেশনের দায়িত্বে থাকা ৫ জনের বেতন ভাগ করে নিচ্ছেন ৭ জন। দু-এক মাস নয় গত দশ-বারো বছর ধরে এমনটাই চলে আসছে। এদিন এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কুন্তী-প্রসঙ্গ আনেন কামারহাটির বিধায়ক। আর তাতেই জোর বিতর্ক।
ঠিক কী বললেন মদন মিত্র? এদিন এই মিড ডে নিল প্রসঙ্গে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিঁনি বলেন, ‘‘কুন্তী বলেছিলেন, যা এনেছো ৫ ভাইয়ের মধ্যে ভাগ করে খাও। পশ্চিমবঙ্গ, ভারতের সংস্কৃতি হচ্ছে, স্ত্রীকেও পাঁচ স্বামী ভাগ করে খেতে পারেন। নীতিগত ভাবে আমি বলব, কেন পাঁচ জনের খাবার সাত জন খাবেন? খাবার ভাগ করতে রাজি রয়েছি কি না, আমাকে কেউ প্রশ্ন করলে বলব, পুরোটাই ভাগ করে খেতে রাজি। কারণ, ভাগ করে খাওয়ার মধ্যে আনন্দ রয়েছে।’’ তবে স্কুলে পাঁচ জনের বেতন সাত জন নেওয়া প্রসঙ্গে স্পষ্ট করে কিছু বলেননি মদন।
মদনের এই মন্তব্যের পরই তার সমালোচনায় সামিল হয়েছে বিরোধী শিবির। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, ‘মহিলাদের অপমান, কুরুচিকর মন্তব্য, মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চেহারা নিয়ে মন্তব্য, সেসব নতুন কিছু নয়।’ পাশাপাশি তৃণমূল মহিলাদের সম্মান করে না বলেও অভিযোগ তোলেন নেত্রী।
মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মদন মিত্র যা বলেছেন তার তীব্র নিন্দা করছি। শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে সকলেরই অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত। মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 31, 2023
অন্যদিকে, মহাভারতের প্রসঙ্গ তুলে মদনের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইট করে তিঁনি লেখেন, ‘‘মিড ডে মিল সংক্রান্ত প্রশ্নের জবাবে মদন মিত্র যা বলেছেন তার তীব্র নিন্দা করছি। শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে সকলেরই অনেক বেশি দায়িত্বশীল ও সতর্ক হওয়া উচিত। মহাকাব্যের বিভ্রান্তিকর তালজ্ঞানহীন ব্যাখ্যামুলক তুলনা কাম্য নয়।’’