বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। আটঘাট বেঁধে ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে সমস্ত দল। তবে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক-বিরোধী তরজা। চলছে লাগামহীন হুমকি-হুঁশিয়ারি। বাড়ছে ভয়ের বাতাবরণ। এবার সেই তালিকাতেই ফের নাম লেখালেন কামারহাটির তৃণমূল বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)। বিরোধীদের উদ্দেশ্য করে দিলেন চরম হুঁশিয়ারি। আর তা নিয়েই জোর চৰ্চা।
এদিন কামারহাটির (Kamarhati) খাদ্য উৎসবে পৌঁছান ‘কালারফুল বয়’ মদন মিত্র। ভোজন রসিক বাঙালি বলে কথা। খাদ্য উৎসবে যাবেন আর খাবার চেখে দেখবেন না তাও আবার হয় নাকি। সেখানেই হাতে শিক কাবাব তুলে নিলেন হেভিওয়েট তৃণমূল নেতা মদন মিত্র। আয়েস করে খেলেন, শুধুই কী ভোজন! না, শিক কাবাব হাতে নিয়েই কড়া হুঁশিয়ারি শোনা গেল বিধায়কের মুখে।
বললেন, “শিক কাবাব তৈরি করা শিখে রাখছি। পঞ্চায়েত নির্বাচনে শিক আর কাবাব দু’টোই কাজে লাগবে। ভোটের দিন ছেলেমেয়েরা সারাদিন খালি কাজ করবে? কাবাবটা খাবে। শিকটা খুব কাজে লাগবে। কাঁচা মাংস ঝলসানো হবে। মাখন, ঘি, মধু পড়বে। দেওয়ার আগে লেবু টিপে বিটনুন আর লঙ্কা দিয়ে তৈরি হবে কাবার। ও লাভলি।”
এরপর বিরোধীদের নির্বাচন ফলাফলের আগাম ভবিষ্যৎবাণী করে মদন মিত্র বলেন, “নির্বাচনে বিরোধীরা কিছুই করতে পারবেন না। ভোট তো সকালবেলা ১-২ ঘণ্টার। যা ভাষণ তো পাড়ায় পাড়ায়। ৫ জন লোক আর ৫ হাজার পুলিশ নিয়ে মিটিং। এমনি তো কেউ নেই। টাইব্রেকার তো দূরের কথা, এমনিতেই ৬-৭ গোল হয়ে যাবে।”
বিধায়কের এই মন্তব্য নিয়েই চলছে জোর চৰ্চা। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগে বহুবার নিজস্ব ভঙ্গিতে, নিজের স্টাইলে বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলের নেতা মদন মিত্র। এবারেও সেই ধারাই অব্যাহত। বিরোধীদের উদ্দেশে হুঙ্কার বিধায়কের। তবে মদন মিত্রের এই মন্তব্যের পাল্টা সরব হয়েছে বঙ্গ বিজেপি (BJP) বাহিনী।