নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত! এবার সেই মানিকের মেডিক্যাল বিল নিয়ে বিতর্ক! জোর শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন তিনি। গত বছর সেপ্টেম্বর মাসে শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এবার তাঁকে নিয়েই মাথাচাড়া দিয়েছে নয়া ‘বিতর্ক’। যে কারণে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠান। সোমবার বিধানসভা ভবনে দীর্ঘক্ষণ বৈঠক হয় দু’জনের।

প্রায় ২৩ মাস প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন মানিক (Manik Bhattacharya)

নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর ফের নিয়মিত বিধানসভায় যাতায়াত শুরু করেছেন মানিক। বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি টিএ-ডিএ বিভাগে কয়েকটি মেডিক্যাল বিল জমা দেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। সেই বিলগুলি খতিয়ে দেখার পর একটি বিল নিয়ে প্রশ্ন ওঠে। সঙ্গে সঙ্গে সেই বিষয়ে বিধানসভার সচিবালয়ে জানানো হয়। এরপর তা স্পিকারের কাছে পাঠানো হয় বলে খবর।

জানা যাচ্ছে, মানিকের (Manik Bhattacharya) সেই বিল খতিয়ে দেখার পর প্রেসিডেন্সি জেলের সুপারকে ডেকে পাঠান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক কী কারণে তাঁকে ডেকে ডাকা হয়েছিল সেই বিষয়ে কিছু জানাননি বিমান। মুখ খোলেননি প্রেসিডেন্সি জেলের সুপারও। তবে বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, বিধানসভার টিএ-ডিএ বিভাগে মানিক যে সকল বিল জমা করেছিলেন, তার মধ্যে একটি তাঁর জেলবন্দি থাকাকালীন সময়ের।

আরও পড়ুনঃ জালিয়াতির ওপর জালিয়াতি! মামলা হতেই কড়া নির্দেশ দিয়ে দিল ‘ক্ষুব্ধ’ কলকাতা হাইকোর্ট

নিয়ম বলছে, কোনও বন্দি জেলে থাকাকালীন তাঁর চিকিৎসার সকল ভার জেল কর্তৃপক্ষের। সেই সময় যদি জেলে কোনও চিকিৎসা করানো হয়, তাহলে সেটার ভারও তাদের। তাই স্বাভাবিকভাবেই জেলবন্দি থাকাকালীন সময়কার একটি মেডিক্যাল বিল মানিক (Manik Bhattacharya) কীভাবে জমা দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও বিধানসভার আরেকটি সূত্রের কথায়, জেলযাত্রার আগে পলাশিপাড়ার বিধায়ক মানিক যদি কোনও রোগে আক্রান্ত হয়ে থাকেন, ধারাবাহিকভাবে তার চিকিৎসা চলতে থাকে ও তিনি জেলে থাকাকালীনও বাইরে থেকে পরিবারকে সেই বিষয়ক চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হয়, তাহলে বিধায়ক মানিক বিধানসভায় সেই মেডিক্যাল বিল জমা করতে পারেন।

Manik Bhattacharya

উল্লেখ্য, বিলের সাপেক্ষে বিধানসভার তরফ থেকে রাজ্যের বিধায়কদের চিকিৎসা সম্বন্ধিত খরচ বহন করা হয়। তবে সম্প্রতি উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রীয়ের ৬ লক্ষ টাকার মেডিক্যাল বিল বিধানসভায় জমা পড়া নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল মানিকের মেডিক্যাল বিল নিয়ে বিতর্কের খবর!

সাধারণত রাজ্যের কোনও বিধায়ক মেডিক্যাল বিল জমা দিলে তা টিএ-ডিএ বিভাগ থেকেই অনুমোদন পেয়ে যায়। তবে মনে করা হচ্ছে, মানিকের (Manik Bhattacharya) বিলের ক্ষেত্রে ‘অসঙ্গতি’ চোখে পড়ায় সেই বিষয়ে সচিবালয়ে খবর দেওয়া হয়েছিল। এরপর সেখান থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ‘হস্তক্ষেপ’ চাওয়া হয়। এই বিষয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এখনও অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর