বাংলা হান্ট ডেস্কঃ জোর চর্চায় তৃণমূলের শিল্পী বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূল (Trinamool Congress) ছেড়ে উঁনি নাকি ফের নাম লেখাচ্ছেন বিজেপিতে (BJP)। এমনই জল্পনায় সরগরম রাজ্য-রাজনীতি। ওদিকে এই জল্পনার আগুনেই ঘি ঢালার কাজ করেছে সম্প্রতি বাবুলের বিজেপি যোগ নিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh) করা মন্তব্য। তাহলে কী সত্যিই ঘর ওয়াপসি?
এই সমস্ত প্রশ্নের উত্তর এবার খোদ নিজেই দিলেন বাবুল। সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাবুল বলেন, ‘হয়তো কেউ কেউ কোনও উদ্দেশ্য নিয়ে এমন কথা ছড়াচ্ছে। রাজনীতিতে তো আর বন্ধুর কোনও অভাব নেই! ” অর্থাৎ দলবদলের জল্পনায় এক্কেবারে জল ঢেলে দিয়েছেন বাবুল।
যদিও দিলীপ ঘোষকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যের মন্ত্রী ও বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, মঙ্গলবার বাবুলকে খোঁচা মেরে দিলীপ ঘোষ বলেন, ‘বাবুল ভালো গান করেন তা ঠিক, কিন্তু রাজনীতিতে তিনিই সব সময়ই বেসুরো। যারা রাজনৈতিক পর্যটক, তাদের কখনওই নীতি আদর্শ বা দলীয় সংগঠন এসব দিয়ে কিছু যায় আসে না। পার্টিও প্রয়োজন বুঝে দলে যেমন নেয় তেমন আবার ছেড়েও দেয়।”
আরও পড়ুন: পরীক্ষার বাকি এক মাস! এরই মধ্যে ডিসেম্বরের TET নিয়ে বিরাট পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ
দিলীপবাবু আরও বলেন, “এই সব কারণেই রাজনীতির বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে।’ ওদিকে দিলীপকে নিয়ে সংবাদমাধ্যমে কিছু না বললেও নিজের ফেসবুকে বাবুল লেখেন, ”দলের সমস্ত পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই আজেবাজে কথা বলে উঁনি খবরে থাকার চেষ্টা করেন। এত দিন থেকে কেন মুখের চিকিৎসা করাচ্ছেন না জানি না।’
শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় দিলীপকে ‘Accidental MP’ বলেও তোপ দাগেন বিধায়ক। প্রসঙ্গত সম্প্রতি তৃণমূল মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে বিবাদের জেরে চর্চায় আসেন বাবুল। সাংবাদিকদের সামনেই দুই মন্ত্রীর মধ্যে ঝামেলা হয়। এর পরপরই বাবুলকে পর্যটন দফতর থেকে সরিয়ে অচিরাচরিত শক্তি মন্ত্রকের বসান মমতা। পর্যটন দফতরে ফেরানো হয় ইন্দ্রনীল সেনকে।