বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে নয়না বন্দ্যোপাধ্যায়ের (Nayna Bandyopadhyay) কান্না! মুখ্যমন্ত্রীর কাছে বকুনি খেয়ে হাপুস নয়নে কান্না নয়নার। তখন মঞ্চে সান্ত্বনা দিতে দেখা গেল অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী তথা মহিলা তৃণমূলের নেত্রী শ্রেয়া পান্ডেকে। তৃণমূল বিধায়ক (TMC MLA) এলাকায় একেবারেই সময় দেন না। এই অভিযোগ গিয়ে পৌঁছয় একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে। আর সেই শুনেই রেগে বোম তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, এরপরেই বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে আচ্ছা করে বকুনি দেন মুখ্যমন্ত্রী। আর তাতেই একেবারে সকলের সামনে প্রকাশ্যে কান্নায় ভেঙে পড়লেন বিধায়ক।
সূত্রের খবর, গতকাল পার্ক সার্কাসে পুরসভা ইফতারে যোগ দেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, এদিন ইফতারের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন দোলনেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম কোর্টে যান নয়না। তবে দেখা যায় মুখ্যমন্ত্রী নিজের পা সরিয়ে নিয়ে নয়নাকে কিছু একটা বলে সেখান থেকে বেরিয়ে যান।
এরপরেই সেই মঞ্চে দাঁড়িয়েই সকলের সামনে কান্নায় ভেঙে পড়েন বিধায়ক। জানা যায়, নিজের বিধানসভা কেন্দ্রে সময় না দেওয়ায় পাশাপাশি নয়নার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়েছে। এই নিয়েই মুখ্যমন্ত্রী বলেন এই অভিযোগ গুলি কখনই তিনি আশা করেননি। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী তাকে বকা দিয়েছেন বলেও জানান।
শুধু তাই নয়, সূত্রের খবর মুখ্যমন্ত্রী নয়নাকে বলেছেন পরবর্তীতে যদি কখনও তার বিরুদ্ধে এমন অভিযোগ আসে তবে শুধুমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী বলে তাকে মাফ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এসব শুনে ফের মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে কথা বলতে যান নয়না। তবে বিধায়কের কোনো কথাতেই কর্ণপাত না করে নেমে যান মুখ্যমন্ত্রী। এরপর মঞ্চে উপস্থিত অন্যান্য মন্ত্রী, নেত্রীরা নয়নাকে শান্ত করার চেষ্টা করলেও তার কান্না থামেনি। বেশ কিছুক্ষন পর মঞ্চ ছেড়ে বেড়িয়ে যান নয়না।
তবে পরে নয়না অবশ্য বলেন, ‘‘আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর অবশ্যই কথা হয়েছে। তবে তিনি আমাকে কখনওই বকেননি। এ সব যারা রটাচ্ছেন, তারা ঠিক কথা বলছেন না।’’ তবে প্রকাশ্য মঞ্চে নিজের কান্না প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি তিনি।