মা সারদা বলেই ক্ষান্ত নয়! এবার মমতাকে মেসি-মারাদোনা-পেলের সঙ্গে তুলনা নির্মল মাজির

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিতর্কের শিরোনামে তৃণমূলের নির্মল মাজি (Nirmal Maji)। মা সারদার পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) মেসি-মারাদোনা-পেলের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমোকে মেসি-মারাদোনা-পেলে বলে মন্তব্য করলেন তিনি।

ঠিক কী বললেন নির্মল মাজি? এদিন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক বলেন, “পঞ্চায়েত ভোট আমাদের সেমি ফাইনাল। ২০২৪-এর লোকসভা ফাইনাল। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মেসি-মারাদোনা-পেলে। তাকে ৪২ আসনে জিতিয়ে প্রধানমন্ত্রী করতেই হবে।” তবে এখানেই শেষ নয় পাশাপাশি, পঞ্চায়েত ভোটের প্রচারে চিকিৎসকদের শামিল হওয়ার ডাক দিয়েও জোর বিতর্কে জড়ালেন তিনি।

পঞ্চায়েত ভোটের আগে মমতা সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চিকিৎসকদের সক্রিয় ভূমিকা পালনের কথাও বলেন নির্মল মাজি। তার কথায়, “যতই কুৎসা, অপপ্রচার হোক, রাজ্য সরকারের ইতিবাচক কাজগুলি তুলে ধরুন। তাহলেই পঞ্চায়েত ভোটে বিপুলভাবে তৃণমূল জয়লাভ করবে।

বিধায়ক আরও বলেন, “চেম্বারে হোক বা হাটেবাজারে, চিকিৎসকবন্ধুরা রোগীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি তুলে ধরুন। তৃণমূল সরকারের ৭৩টি প্রকল্পের কথা একটু একটু বলুন।” ভোটের প্রচার নিয়ে রাজ্যের বিধায়কের করা এহেন মন্তব্যের পরই জোর চৰ্চা শুরু হয়েছে সর্বত্র।

mamata nirmal maji

প্রসঙ্গত, এই প্রথম নয় এর আগে মুখ্যমন্ত্রীকে মা সারদার সাথে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। গতবছর এই প্রসঙ্গে নির্মল বলেন, “তিনিই (মমতা) সারদা মা, তিনিই ঘরের দুর্গা ! মা সারদাই তার রূপ নিয়ে মানুষের সেবার কাজ করে যাচ্ছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানই হলেন অন্য রূপে রামকৃষ্ণ পরমহংসদেব জায়া মা সারদা দেবী।” এই মন্তব্যের পর বেলুড় মঠের রোষের মুখেও পড়েছিলেন বিধায়ক।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর